Latest News

নেটফ্লিক্সে পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ! কীভাবে নতুন প্ল্যান ব্যবহার করবেন গ্রাহকরা?

দ্য ওয়াল ব্যুরো: পাসওয়ার্ড শেয়ারিংয়ের (Password Sharing) ফলে গ্রাহক সংখ্যা অনেকটাই কমে গেছে বলে আগেই রিপোর্ট প্রকাশ করে জানিয়েছিল নেটফ্লিক্স (Netflix)। তাই একে একে বিশ্বের সব দেশেই এই পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল নেটফ্লিক্স। লাতিন আমেরিকার বেশ কয়েকটি দেশে ইতিমধ্যেই এই সুবিধা বন্ধ করা হয়েছে। এবার ভারতেও সেটা শুরু হতে চলেছে।

এখন প্রশ্ন হচ্ছে, কীভাবে এই পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করছে নেটফ্লিক্স? পাসওয়ার্ড শেয়ারিং সুবিধা বন্ধ করার পর প্রথম নেটফ্লিক্স তাদের অ্যান্টি পাসওয়ার্ড প্ল্যান সম্পর্কে বিস্তারিত জানাল ব্যবহারকারীদের।

প্রাথমিক অ্যাকাউন্ট ব্যবহারকারীর সঙ্গে বসবাস করেন না এমন মানুষের সঙ্গে পাসওয়ার্ড শেয়ার করা যাবে না।একটি পরিবারে, আরও ভাল করে বললে একই বাড়িতে থাকা লোকেরাই একটি প্রাইমারি অ্যাকাউন্ট শেয়ার করতে পারবেন। অন্য জায়গা থেকে ওই অ্যাকাউন্ট ব্যবহার করতে গেলে গুনতে হবে অতিরিক্ত গাঁটের কড়ি।

প্রাইমারি অ্যাকাউন্টের পাসওয়ার্ড নিয়ে অন্য কোনও স্থান থেকে ব্যবহার করতে হলে মানতে হবে বিশেষ নিয়ম। যখন প্রাথমিক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত একটি নতুন ডিভাইস অন্য ঠিকানা থেকে লগ ইন করার চেষ্টা করবে, তখন ব্যবহারকারীকে অ্যাক্সেস পেতে ১৫ মিনিটের মধ্যে গ্রাহকের ইমেল/টেক্সটে আসা একটি চার সংখ্যার যাচাইকরণ কোড লিখতে হবে। তবে মাত্র ৭ দিনই অন্য ঠিকানা থেকে ব্যবহারকারী নেটফ্লিক্সের অ্যাকসেস করতে পারবে। নেটফ্লিক্স গ্রাহকদের আইপি ঠিকানা, ডিভাইস আইডি এবং অ্যাকাউন্টের কার্যকলাপ ট্র্যাক করবে।

যে গ্রাহকের ডিভাইসে প্রাইমারি অ্যাকাউন্ট রয়েছে, তাঁদের বাড়ি ছাড়াও অন্যত্র ব্যবহারে অসুবিধা হবে না। তবে মাঝেমধ্যে হয়তো ভ্যারিফিকেশন করতে হতে পারে গ্রাহককে। নেটফ্লিক্স প্ল্যানে কোনও পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ প্ল্যান চার্জ আগের মতোই থাকবে।

নেটফ্লিক্স সাবস্ক্রাইব না করেই অন্যের পাসওয়ার্ডে কাজ চালান? ভারতীয়দের জন্য দুঃসংবাদ

You might also like