Latest News

কাকার সঙ্গে গরু নিয়ে ঝগড়া, শেষে খুনই করে দিল ভাইপো!

দ্য ওয়াল ব্যুরো: গরু (Cow) নিয়ে কাকা-ভাইপো’র (Uncle-Nephew) মধ্যে শুরু হয়েছিল বিবাদ। আর সেই বচসার জেরে শেষ অবধি খুন হতে হল কাকাকে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আমরোহা জেলায়। ঘটনায় অভিযুক্ত ভাইপোকে গ্রেফতার করেছে পুলিশ।

সূত্রের খবর, আমরোহার দৌলতপুর কুটি গ্রামের বাসিন্দা বিজেন্দরের সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল তাঁর ভাইপো সোনুর। শনিবার ওই বিবাদ এতটাই চরম মাত্রায় পৌঁছয় যে, দু’পক্ষের বিবাদ ভয়াবহ রূপ নেয়। এরপরই নিজের বন্ধুদের ডেকে এনে কাকাকে বেধড়ক পেটাতে শুরু করে ওই যুবক। বেদম মারের চোটে ঘটনাস্থলেই মৃত্যু হয় কাকার।

ঘটনার খবর পেয়ে এলাকায় যায় পুলিশ। গ্রেফতার হয়েছে মূল অভিযুক্ত। তবে বাকিরা এখনও পলাতক। অন্যদিকে, মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। পুরো বিষয়টি সম্পর্কে বিবরণ দিয়ে হাসানপুরের সার্কেল অফিসার (সিও) অভিষেক যাদব জানিয়েছেন, যে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। নির্দিষ্ট ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

আত্মহত্যা, থানা ঘেরাও, ব্যাপক প্রতিবাদ অসমে! বাল্যবিবাহ রুখতে ধরপাকড়ের বিরুদ্ধে ক্ষুব্ধ মহিলারা

You might also like