
গত শনিবার নেপালের সংসদের নিম্নকক্ষে সর্বসম্মতভাবে মানচিত্র পরিবর্তনের প্রস্তাব গৃহীত হয়। তারপরে ভারত বলেছিল, কেউ যদি কোনও তথ্যপ্রমাণ ছাড়াই আমাদের জমি দাবি করে, আমরা তা মানব না। এর পরে নেপালের উচ্চকক্ষেও ওই বিল পাশ হয়ে যায়।
নতুন মানচিত্রে নেপাল দেখিয়েছে, কালী নদীর পূর্বে একটি অঞ্চল তাদের দেশের অন্তর্ভুক্ত। তার মধ্যে রয়েছে লিপুলেখ পাস অঞ্চল। ওই অঞ্চলটি উত্তরাখণ্ডের অন্তর্গত। এছাড়া ভারতের লিমপিয়াধুরা এবং কালাপানি অঞ্চলকেও নেপালের অংশ বলে দেখানো হয়েছে। ১৯৬২ সালে চিন যুদ্ধের পর থেকে ওই দু’টি এলাকায় ভারতীয় সেনা পাহারা দেয়। দিল্লি থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, উত্তরাখণ্ডের কয়েকটি অংশকে জোর করে নিজের এলাকা বলে দেখাচ্ছে নেপাল। বিদেশমন্ত্রকের মুখপাত্র আগেই বলেছেন, কেউ জোর করে ভারতের জমি নিজের বলে দাবি করলে আমরা মানব না। তাঁর কথায়, “নেপাল সরকার ভারতের অবস্থান সম্পর্কে জানে। আমরা নেপাল সরকারের কাছে আবেদন জানাচ্ছি, অন্যায়ভাবে ম্যাপে আমাদের জমি নিজেদের বলে দাবি করবেন না। ভারতের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করুন।”
ভারতের সেনাপ্রধান এম এম নারাভানে গত শনিবার বলেন, “ভারতের সঙ্গে নেপালের ঘনিষ্ঠ সম্পর্ক আছে। উভয় দেশের মধ্যে ভৌগোলিক, সাংস্কৃতিক, ঐতিহাসিক ও ধর্মীয় যোগসূত্র রয়েছে। দুই দেশের জনগণের মধ্যেও ভাল সম্পর্ক আছে। আগামী দিনেও তাদের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক থাকবে।”