
দ্য ওয়াল ব্যুরো: নেপালের (Nepal) পোখরায় যাত্রী-সহ বিমান ভেঙে পড়ার (plane crash) ঘটনায় মৃত্যু (dead) হল ভিতরে থাকা ৭২ জনেরই। জানা গিয়েছিল, বিমানের ভিতরে ৬৮জন যাত্রী ছাড়াও পাইলট ও কেবিন ক্রু মিলিয়ে আরও চারজন ছিলেন। কাঠমাণ্ডু থেকে পোখরা আসছিল বিমানটি। কিন্তু রানওয়েতে অবতরণের ১০ সেকেন্ড আগেই তা ভেঙে পড়ে। সূত্রের খবর, ওই ৬৮ জন যাত্রীর মধ্যে ৫ ভারতীয়ও ছিলেন।
সংবাদসংস্থা সূত্রে খবর, বিমানে ৫ ভারতীয়-সহ মোট ১৪ জন বিদেশি যাত্রী ছিলেন। কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ৬৮ জন যাত্রীর মধ্যে ৫৪জন নেপালি, পাঁচজন ভারতীয়, চারজন রাশিয়ান, একজন আইরিশ নাগরিক, দুজন কোরিয়ান, একজন আর্জেন্টিনার এবং একজন ফরাসি নাগরিক ছিলেন। মৃত যাত্রীদের তালিকায় রয়েছে তিন শিশুও।

রবিবার সকাল ১০টা ৩৩ মিনিট নাগাদ বিমানটি ভেঙে পড়ে সেতি গণ্ডকি নদীর পাশে ঝোপের মধ্যে। বিমানবন্দর সূত্রে জানা গেছে, আর দশ সেকেন্ডের মধ্যেই সেটি অবতরণ করত। কিন্তু তার আগেই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা।
ঘটনার তদন্ত করা হবে জানিয়েছে নেপাল বিমান চলাচল কর্তৃপক্ষ (Nepal Aviation Authority)। জানা গেছে, ইয়েতি এয়ারলাইন্সের প্লেনগুলি সবই পুরনো। একইসঙ্গে কম উচ্চতায় ওড়ার জন্যই তৈরি করা হয় বিমানগুলি। এদের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০০ কিলোমিটার।
নেপালের দুর্ঘটনাগ্রস্থ বিমানে ছিলেন ৫ ভারতীয়ও, এখনও চলছে উদ্ধারকাজ