
দেশের সর্বোচ্চ এই সামরিক সম্মান দেওয়া মানে নীরজ এই বয়সেই দেশের অন্যতম এক কিংবদন্তি অ্যাখ্যা পাচ্ছেন। তিনি যা করেছেন অলিম্পিকে, সেটাই এক বিরল কীর্তি ভারতীয় অ্যাথলেটিক্সে। সেই কথা মনে রেখেই তাঁকে বিশেষ সম্মান প্রদান করা হল। টোকিও অলিম্পিকে জ্যাভলিনে সোনা এনে দিয়েছেন তিনি।
মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৩৮৪ জন কৃতি সামরিক ব্যক্তিত্বের হাতে পুরস্কার তুলে দিয়েছেন। ওই অনুষ্ঠানে পুরস্কৃত হলেন নীরজও। উল্লেখ্য, ২০১৬ সাল থেকে ভারতীয় সেনার রাজপুতানা রেজিমেন্টে নায়েব সুবেদার পদে কর্মরত ছিলেন নামী তারকা। টোকিও অলিম্পিক্সে ইতিহাস লেখার পর নীরজকে সেনাপ্রধান-সহ ভারতীয় সেনাবাহিনীর পদস্থ কর্তারা অভিনন্দন জানিয়ে ছিলেন।
https://twitter.com/rohitkumar_142/status/1486006927306129414
উল্লেখ্য, নীরজ দ্বিতীয় ভারতীয় যিনি অলিম্পিক্সে ব্যক্তিগত পর্যায়ে সোনা জেতেন। ২০২১ সালে টোকিও অলিম্পিক্সে জ্যাভলিন থ্রো ইভেন্টে এই বিরল কৃতিত্ব অর্জন করেন তিনি। এর আগে শুটিংয়ে অভিনব বিন্দ্রা সোনা জিতেছিলেন ২০০৮ সালের বেজিং অলিম্পিক্সে। খেলাধুলোয় দেশের সর্বোচ্চ পুরস্কার মেজর ধ্যানচাঁদ খেল রত্ন সম্মানেও সম্মানিত হয়েছেন তিনি।