
দ্য ওয়াল ব্যুরো: ভয়াবহ অবস্থা হিমাচলপ্রদেশের (Himachal Pradesh) হামিরপুর জেলার নাদাউন সাবডিভিশনে। দূষিত পানীয় জল (contaminated water) খাওয়ার ফলে সেখানকার ১২টি গ্রাম জুড়ে প্রায় সাড়ে ৫০০ মানুষের অসুস্থ হয়ে পড়ার খবর মিলেছে (nearly 550 fell ill)।
রবিবার জাঁদগি গুজরান, জান্ডালি রাজপুতান, পানিয়ালা, পাথিয়ালু, নিয়াতি, রাঙ্গাস চৌকি হার, থাইন, বানহ, শঙ্কর সহ বহু গ্রামের মানুষ দুঃখিত জল খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা যাচ্ছে। এদিন সকাল থেকেই একে একে গ্রামবাসীদের অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া যাচ্ছিল। রাঙ্গাস পঞ্চায়েতের প্রধান রাজীব কুমার রবিবার বিকেলে জানিয়েছিলেন, জলশক্তি বিভাগের সরবরাহ করা পানীয় জল খাওয়ার পর থেকেই বিভিন্ন গ্রাম থেকে বাসিন্দাদের শরীর খারাপ হওয়ার খবর আসছিল। প্রতি ৩ জনের মধ্যে ২ জনের শরীরে বিভিন্ন রকমের উপসর্গ দেখা যাচ্ছিল। এদিন বিকেল পর্যন্ত অন্তত ৩০০ জনের খবর পাওয়া গিয়েছিল, যাঁরা জল খাওয়ার পর থেকেই অসুস্থ বোধ করতে শুরু করেন। রাতের মধ্যেই সেই সংখ্যা বেড়ে পৌঁছে যায় ৫৪৫-এ।
গ্রামবাসীদের দাবি, কোনও রকম পরিশোধনের ব্যবস্থা না করেই একটি নির্মীয়মান ট্যাঙ্ক থেকে পানীয় জল সরবরাহ করা হচ্ছিল। বেশ কয়েকজনকে ইতিমধ্যেই হামিরপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজীব কুমার জানিয়েছেন, জলে ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণেই এমন ঘটনা ঘটেছে বলে অনুমান করা হচ্ছে।
রোগীদের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য ইতিমধ্যেই গ্রামগুলিতে পৌছে গেছেন স্বাস্থ্য দফতরের কর্মীরা। হামিরপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক আরকে অগ্নিহোত্রীর তত্ত্বাবধানে অসুস্থদের দেখভাল করছেন তাঁরা।
হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা নাদাউনের বিধায়ক সুখবিন্দর সিং সুখু স্বাস্থ্য দফতর এবং জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, বাড়িতে থাকা এবং হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের ঠিকমতো দেখাশোনা করতে। ওষুধ সহ চিকিৎসা ব্যবস্থার কোনও ক্ষেত্রেই যেন কোনও ত্রুটি না থাকে তা নিশ্চিত করতে বলেছেন তিনি। ঘটনার বিষয়ে তিনি জেলা এবং রাজ্যস্তরের এজেন্সিগুলির কাছ থেকে বিশদ রিপোর্ট তলব করেছেন।
ঘটনার কথা সামনে আসার পরেই জলশক্তি বিভাগের আধিকারিকরা ওই জল সরবরাহ করা বন্ধ করে দিয়েছেন। জলের নমুনা পরীক্ষা করার জন্য গবেষণাগারে পাঠানো হয়েছে ইতিমধ্যেই। গ্রামগুলিতে বর্তমানে বোতলে ভরে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা হচ্ছে।
কোটায় রহস্যজনকভাবে হোস্টেলের বারান্দা থেকে পড়ে গেল ছাত্র! চোয়াল ভাঙল, ফাটল ফুসফুস