
ব্রেক ফেল: ৩১টি গাড়িকে গুঁড়িয়ে দিল একটি ট্রাক, ঘটনাস্থলেই মৃত ১৫
জানা যাচ্ছে, প্রথমে ২টি বাস আটকায় মাওবাদীরা। বাসের যাত্রীদের নেমে যেতে বলা হয়।তারপর বাসটিতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। এরপরই একটি ট্রাক একই ভাবে থামানো হয়, চালককে নামিয়ে ট্রাকটিকে আগুনে জ্বালিয়ে দেয় মাওবাদীরা। দান্তেওয়াড়ার কোন অঞ্চলে এই হামলা তা এখনও স্পষ্ট নয়।
২৭ অক্টোবর দান্তেওয়াড়ায় মাওবাদী হামলায় প্রাণ হারায় ৬ জওয়ান সহ দূরদর্শনের দুই চিত্র সাংবাদিক। তারপর থেকেই দান্তেওয়াড়ার বিভিন্ন এলাকায় যুদ্ধকালীন তৎপরতায় চলছে সেনা তল্লাশি। ২ দিন আগেই সুকমায় মাওবাদীদের ঘাঁটিতে তল্লাশি অভিযান চলে, গুলির লড়াইয়ে নিহত হয় ১৫ মাওবাদী। সেই ঘটনার প্রতিশোধ নিতেই বাস জ্বালিয়ে দেওয়া হল বলে মনে করছে প্রশাসন।
The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন