
দ্য ওয়াল ব্যুরো: গুয়াহাটিতে (Guwahati) জাতীয় যোগাসন (National Yogasana) চ্যাম্পিয়নশিপে বাংলার জয়জয়কার। বাংলার প্রতিযোগীদের সাফল্য সকলের নজর কেড়ে নিয়েছে। ন্যাশনাল যোগ স্পোর্টস ফেডারেশন আয়োজিত এই সর্বভারতীয় আসরে বাংলার হয়ে পুরুষ বিভাগে সফল হয়েছেন দিব্যজিৎ দাস, মণীশ ঘোষ, মিঙ্কু নন্দী, বিদ্যুৎ পাল, গৌতম মণ্ডলরা। পুরুষদের বিভাগে মোট ১০টি সোনা অর্জন করে বাংলার প্রতিযোগিরা বিশেষ নজির দেখিয়েছেন। সেরা যোগ ক্রীড়াবিদ হয়েছেন দিব্যজিৎ।

পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে বাংলার মহিলা যোগবিদরাও সফল হয়েছেন। তাঁরাও মোট দশটি সোনা পেয়েছেন। সোনা প্রাপ্তিদের মধ্যে রয়েছেন, সুস্মিতা নাথ, মিতা মান্না, নন্দিতা হালদার, রিয়া মণ্ডল ও সঞ্চিতা কর। বাংলার যোগবিদরা মোট ২১টি সোনা পেয়েছেন। নামী কর্তাদের মধ্যে ছিলেন মহম্মদ খায়রুল ইসলাম, চন্দ্রনাথ রাম, প্রশান্ত সাউ প্রমুখ।
ভুটানকে ১২ গোলের মালা পরালেন ভারতের মেয়েরা, খেললেন কালনার সোনালিও