Latest News

মোদীর জন্মদিনে ‘জাতীয় বেরোজগার দিবস’ পালন নেটিজেনদের! শুভেচ্ছা নয়, অভিযোগই ট্রেন্ডিং টুইটারে

দ্য ওয়াল ব্যুরো: আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। ৭০ বছর পূর্ণ করে ৭১-এ পা দিলেন তিনি। গতকাল মধ্যরাত থেকেই দেশের একটা বড় অংশের সমর্থক বাজি পুড়িয়ে, কেক কেটে উদযাপনে মেতেছে। আর এমন ‘খুশির’ দিনেই সোশ্যাল মিডিয়ার ভাইরাল ট্রেন্ড হয়ে উঠেছে জাতীয় বেরোজগার দিবস। বেকারত্বের ক্ষোভ প্রকাশের উপায় হিসেবে এই দিনটাই বেছে নিয়েছেন নেটিজেনদের বড় অংশ।

সমস্যা খুব নতুন নয়। করোনা সংক্রমণ এবং তার জেরে দীর্ঘ লকডাউন—সব মিলিয়ে মারাত্মক সংকটে দেশের অর্থনীতি। জিডিপি কমে যাচ্ছে হু হু করে। সাধারণ মানুষের চাকরি যাচ্ছে। কর্মসংস্থান কার্যত শূন্য। দেশজুড়ে রেকর্ড গড়েছে শিক্ষিত অথচ বেকার তরুণ-তরুণীর সংখ্যা। অথচ এই পরিস্থিতিতে সরকারি চাকরির পরীক্ষা, নিয়োগ—এসব দিতে তেমন উৎসাহ চোখে পড়ছে না সরকারের।

এই উদাসীনতার ও অক্ষমতার প্রতিবাদের জন্য এবার প্রধানমন্ত্রীর জন্মদিনকেই বেছে নিয়েছে দেশের যুবসমাজের বড় একটা অংশ। তাই সোশ্যাল মিডিয়ায় মোদীর জন্মদিন পালিত হচ্ছে ‘জাতীয় বেরোজগার দিবস’ বা ‘ন্যাশনাল আনএমপ্লয়মেন্ট ডে’ হিসেবে।

সকাল থেকেই #National Unemployment Day, #রাষ্ট্রীয় বেরোজগার দিবস, #বেরোজগার দিবস-এর মতো একাধিক হ্যাশট্যাগের টুইটে ছেয়ে গিয়েছে টুইটার। সকালের মধ্যেই কয়েক লক্ষের বেশি পোস্ট হয়ে গিয়েছে এই হ্যাশট্যাগে।

সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, টুইটারে আজ যত মানুষ মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, তার চেয়েও বেশি মানুষ এই বেরোজগার নিয়ে টুইট করেছেন। বেলা ১২টা পর্যন্ত দেখা গেছে টুইটার ট্রেন্ডিংয়ে সবার উপরে এই #NationalUnemploymentDay হ্যাশট্যাগটিই রয়েছে।

যদিও এই ধাক্কা প্রথম নয়। দিন কয়েক আগে নরেন্দ্র মোদী মন কি বাত অনুষ্ঠান করেছিলেন জয়েন্ট প্রবেশিকা পরীক্ষার ঠিক আগে। সে ভিডিও সোশ্যাল মিডিয়ায় লাইকের চেয়ে কয়েক গুণ বেশি মানুষ ডিসলাইক করেছিলেন। এবারেও যেন তেমনটাই হল। মোদীর জন্মদিনে শুভেচ্ছার চেয়ে বেশি হয়ে গেল বিরোধী বার্তার সংখ্যা।

এই হ্যশট্যাগের শুরু অবশ্য করেছিল যুব কংগ্রেস। তবে টুইটারে যেভাবে এই ট্রেন্ড ভাইরাল হয়ে উঠছে, তাতে মনে করা যায় যে এটা একটা ভর্চুয়াল গণআন্দোলনের চেহারা নিতে চলেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, আসলে সাম্প্রতিক কালে রোজগার হারিয়ে বহু মানুষই যে সরকারের উপরে ক্ষুব্ধ, সেই বার্তাই প্রধানমন্ত্রীর জন্মদিনে প্রকাশ পাচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

You might also like