Latest News

করোনা মোকাবিলায় ক্লান্ত পুলিশকর্মীরা, ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর আবেদন মহারাষ্ট্র সরকারের

করোনা মোকাবিলায় মহারাষ্ট্র পুলিশের অবদানকে সম্মান জানাতে অনেক সেলিব্রিটি থেকে শুরু করে রাজনৈতিক নেতা, নিজেদের সোশ্যাল মিডিয়ার প্রোফাইলের ছবি বদলেছেন। ইতিমধ্যেই মহারাষ্ট্রে ১০০০-এর বেশি পুলিশকর্মী কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে সাত জনের। ভারতে সবথেকে বেশি করোনা আক্রান্তের সংখ্যা মহারাষ্ট্রে। এই রাজ্যে এখনও পর্যন্ত ২৪ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৯২১ জনের।      

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসের সংক্রমণ ও লকডাউন মোকাবিলা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন পুলিশকর্মীরা। তাই তাঁদের মধ্যে আক্রান্তের সংখ্যা বাড়ছে বলেই আশঙ্কা মহারাষ্ট্র সরকারের। এই কারণে রাজ্যের পুলিশকর্মীদের কিছুটা বিশ্রাম দিতে ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে পাঠাল উদ্ধব ঠাকরের সরকার।

মহারাষ্ট্রের গৃহমন্ত্রী অনিল দেশমুখ বুধবার সাংবাদিকদের বলেন, “২২ মার্চ থেকে লাগাতার রাত-দিন কাজ করছেন আমাদের পুলিশকর্মীরা। এরপরে ইদের মতো উৎসব রয়েছে। সেটাও সামাল দিতে হবে। আইন-শৃঙ্খলা বজায় রাখতে আমাদের প্রস্তুতি নিতে হবে। পুলিশকর্মীদের কিছুটা বিশ্রামের প্রয়োজন। তাই আমরা ২০ কোম্পানি অর্থাৎ ২০০০ কেন্দ্রীয় বাহিনী চেয়েছি। কেন্দ্রের কাছে রাজ্যের তরফে আবেদন করা হয়েছে।”

এর আগে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানিয়েছিলেন কেন্দ্রীয় বাহিনী চাওয়া হতে পারে। গত শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “আমাদের প্রতিটি দফতর চাপের মধ্যে কাজ করছে। ডাক্তার, নার্স, সাফাইকর্মী, রাজস্ব দফতরের কর্মী থেকে শুরু করে পুলিশ, সবাই অক্লান্ত পরিশ্রম করছেন। এই কাজে পুলিশকর্মীরা ক্লান্ত হয়ে পড়ছেন। তাই অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। কেউ কেউ মারা যাচ্ছেন। তাঁরা আমাদের বাঁচাতে গিয়ে মারা যাচ্ছেন। তাঁরাও মানুষ। তাঁদেরও বিশ্রাম দরকার। তাই যদি আমরা তাঁদের এই বিশ্রাম না দিই, সেটা খুবই অমানবিক। মাঝেমধ্যে তাঁদেরও বিশ্রাম দিতে হবে।”

আরও পড়ুন গার্ডেনরিচের ৩৮ জন সিআইএসএফ জওয়ানের করোনা রিপোর্ট পজিটিভ! ইতিমধ্যেই শহরে মারা গেছেন ২ জওয়ান

রাজ্যের এই সিদ্ধান্তকে যেন অন্যভাবে ব্যাখ্যা না করা হয়, তারও আবেদন করেন উদ্ধব ঠাকরে। তিনি বলেন, “আমরা যেটা ভেবেছি সেটাই বলছি। দয়া করে একে অন্যভাবে দেখাবেন না। আমরা পর্যায়ক্রমে কর্মীদের বিশ্রাম দিতে চাই। তার জন্য কেন্দ্রের কাছে বাহিনীর সাহায্য চাইতে হবে। বিশ্রাম নিয়ে তাঁরা আবার কাজে ফিরে আসবেন। কিন্তু এই সিদ্ধান্ত নিয়ে হয়তো কেউ বলবেন আমরা সেনা ডেকে পাঠিয়েছি। সেনা ডাকা হচ্ছে না। এই পরিস্থিতিতে পুলিশকর্মীরা ক্লান্ত হয়ে পড়েছেন, তাঁদের বিশ্রাম দেওয়ার জন্যই কেন্দ্রের কাছে বাহিনী চাইতে পারি আমরা।”

করোনা মোকাবিলায় মহারাষ্ট্র পুলিশের অবদানকে সম্মান জানাতে অনেক সেলিব্রিটি থেকে শুরু করে রাজনৈতিক নেতা, নিজেদের সোশ্যাল মিডিয়ার প্রোফাইলের ছবি বদলেছেন। ইতিমধ্যেই মহারাষ্ট্রে ১০০০-এর বেশি পুলিশকর্মী কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে সাত জনের। ভারতে সবথেকে বেশি করোনা আক্রান্তের সংখ্যা মহারাষ্ট্রে। এই রাজ্যে এখনও পর্যন্ত ২৪ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৯২১ জনের।

You might also like