Latest News

দেশে করোনা সংক্রমণ শিখর ছোঁবে অগস্ট-সেপ্টেম্বরে: এইমস ডিরেক্টর

দ্য ওয়াল ব্যুরো: ভারতে করোনা সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে। কিন্তু এখনও এখানে সংক্রমণের পিক বা সর্বোচ্চ পর্যায় আসেনি বলেই জানালেন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস বা এইমস-এর ডিরেক্টর ডক্টর রণদীপ গুলেরিয়া। তাঁর মতে দেশে করোনা সংক্রমণ শিখর ছোঁবে অগস্ট-সেপ্টেম্বরে।

শনিবার এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে ভিডিও বার্তায় এই কথা জানান এইমস-এর ডিরেক্টর। তিনি বলেন, “ভারতে এখনও করোনাভাইরাসের শিখর আসেনি। আগামী ২-৩ মাসের মধ্যে তা আসতে পারে। আমরা আশা করতে পারি অগস্টের শেষ বা সেপ্টেম্বরের শুরুতে শিখর দেখতে পাব। তারপরেই সংক্রমণ কমতে থাকবে।”

সংক্রমণ ছড়ালেও কোথাও কমিউনিটি ট্রান্সমিশন বা গোষ্ঠী সংক্রমণ ছড়ায়নি বলেই জানিয়েছেন ডক্টর গুলেরিয়া। তিনি বলেন, “দেশজুড়ে গোষ্ঠী সংক্রমণ ছড়ায়নি। কারণ তাহলে গোটা দেশের সব রাজ্যে সমানভাবে আক্রান্ত দেখা যেত। কিন্তু এখানে তা হয়েছে ক্লাস্টার অনুযায়ী। কয়েকটি রাজ্যেই আক্রান্তের সংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে। তবে হটস্পট এলাকাতে গোষ্ঠী সংক্রমণ ছড়াতে পারে।”

সম্প্রতি দিল্লি সরকার শুধুমাত্র রাজধানীর বাসিন্দাদের জন্যই হাসপাতালে বেড সংরক্ষণ করে রাখতে বলেছে। এই সিদ্ধান্তের সমালোচনার করেছেন এইমস-এর ডিরেক্টর। তাঁর মতে চিকিৎসায় কোনও সংরক্ষণ বা সীমান্ত তৈরি করা অনৈতিক। দিল্লি সরকারকে এই বিষয়ে আরও চিন্তা করা উচিত বলেই জানিয়েছেন তিনি।

ভারতে গত কয়েক সপ্তাহ ধরে হঠাৎই সংক্রমণ বেড়েছে। আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। মাত্র ১৫ দিনে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ থেকে ২ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা আগের দিনের রেকর্ড ভেঙে দিচ্ছে। সেইসঙ্গে বাড়ছে মৃত্যুও।

যদিও বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই আক্রান্তের সংখ্যা বাড়ার পিছনে বেশ কিছু কারণ রয়েছে। প্রথম কারণ হল টেস্টের সংখ্যা বৃদ্ধি। বর্তমানে প্রতিদিন ২ লাখেরও বেশি করোনা টেস্ট হচ্ছে ভারতে। ফলে বেশি আক্রান্ত ধরা পড়ছে। এছাড়া গত ১ মে থেকে ভিন রাজ্যের শ্রমিকদের নিজেদের রাজ্যে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। আর মে মাস থেকেই সংক্রমণ বাড়তে শুরু করেছে। তাছাড়া লকডাউনের পঞ্চম পর্যায়ে বেশ কিছু পরিষেবার উপর ছাড় দিয়েছে কেন্দ্র। এই পর্যায়কে বলা হচ্ছে আনলক ফেজ ১। ফলে মানুষ বাইরে বেরিয়েছেন। কাজকর্ম ধীরে ধীরে শুরু হচ্ছে। এই ছাড়ের কারণে সংক্রমণ বাড়ছে বলেই ধারণা বিশেষজ্ঞদের।

You might also like