
নজরে পঞ্জাবের ভোট? অসময়ের বৃষ্টিতে নষ্ট ফসল, হেক্টরপিছু ৫০ হাজার ক্ষতিপূরণ ঘোষণা কেজরিওয়ালের
দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে অসময়ের বৃষ্টিতে (untimely rain) নষ্ট হয়েছে প্রচুর ফসল (crop damaged)। ক্ষতিগ্রস্ত কৃষকদের (farmers) পাশে থাকার বার্তা দিতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (arvind kejriwal) ঘোষণা, চাষিরা ২ মাসের মধ্যে হেক্টরপিছু ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ (compensation) পাবেন। বুধবার সাংবাদিক বৈঠকে আমআদমি পার্টি (আপ) সরকারের মুখ্যমন্ত্রী জানান, রাজস্ব অফিসাররা ফসল নষ্ট হওয়ার হিসাবপত্র জোগাড় করছেন। সার্ভে হচ্ছে। দু সপ্তাহে তা শেষ হবে।
দিল্লি সরকার অতীতেও হেক্টরপ্রতি ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দিয়েছে, কৃষকদের সাহায্য করতে দায়বদ্ধ বলে জানিয়ে কেজরিওয়ালের দাবি, দেশের মধ্যে সর্বোচ্চ ক্ষতিপূরণের অঙ্ক এটাই। ২০১৫ সালে দিল্লিতে ক্ষমতায় আসার পর থেকেই এই উদ্যোগ সক্রিয় ভাবে পালিত হচ্ছে বলেও দাবি করেন তিনি। বলেন, সম্প্রতি একদল কৃষকের সঙ্গে দেখা হয়। ওঁরা জানান, অসময়ের বৃষ্টিতে ফসল নষ্ট হওয়ায় এবছর লোকসান হয়েছে। দিল্লির কৃষকদের ভরসা দিচ্ছি, ওঁঁদের অভাবে পড়তে হবে না। আপ সরকার কৃষকদের সাহায্য করে যাবে। কেজরিওয়ালের দাবি, অন্য রাজ্যগুলি ৮ থেকে ১০ হাজার টাকা দেয়। সেই তুলনায় সবচেয়ে বেশি ক্ষতিপূরণ তাঁরাই দিচ্ছেন। দেড় মাসের মধ্যে যাতে টাকা চলে যায়, তাও সুনিশ্চিত করা হবে।
সরকারি নথিতে প্রকাশ, দিল্লিতে প্রায় ২৯ হাজার একর ফসলি জমি আছে, কৃ়ষকের সংখ্যা প্রায় ২১ হাজার। চলতি বছরে এর আগেও দিল্লি সরকার কৃষকদের সমস্যা খতিয়ে দেখতে আলাদা সমীক্ষা চালিয়েছিল, সেখানে ন্যূনতম সহায়ক মূল্য, উত্পাদনের খরচ, ফসল নষ্ট হওয়ায় লোকসানের ফলে চাষিদের উদ্বেগের কথা নথিবদ্ধ করা হয়েছে। রিপোর্ট যদিও বেরয়নি।
রাজনৈতিক মহলের বিচারে তিন কেন্দ্রীয় কৃষি আইন বাতিলের দাবিতে রাজধানী সীমান্তে যখন পঞ্জাব, হরিয়ানার কৃষকরা অবরোধ করে মাসের পর মাস বসে রয়েছেন, তখন দিল্লির কৃষকদের ক্ষতিপূরণ ঘোষণা করে পঞ্জাবের আসন্ন বিধানসভা ভোটের (punjab assembly vote) প্রাক্কালে কৃষক দরদী ভাবমূর্তি তৈরির লক্ষ্যেই এগলেন কেজরিওয়াল। পঞ্জাবে দিল্লির বাইরে ভাল সমর্থনের ভিত তৈরি করেছে আপ।
rs