Latest News

দুটি ভ্যাকসিন ডোজ নিলেও বুস্টার কি লাগবেই, কী মত এইমস ডিরেক্টরের?

দ্য ওয়াল ব্যুরো: আমেরিকা, ব্রিটেন, ইজরায়েল সহ বিশ্বের বেশ কয়েকটি দেশ করোনাভাইরাস মোকাবিলায় পর্যাপ্ত প্রতিরোধ ক্ষমতা তৈরির জন্য ভ্যাকসিনের দুটি ডোজের পরও দেশবাসীকে তৃতীয় ডোজ বা বুস্টার শট দেওয়ার কথা ভাবছে। বুস্টার ডোজ নাকি শরীরে আরও জোরদার অ্যান্টিবডির জন্ম দেয় বলে একাধিক সমীক্ষা, গবেষণায় দেখা গিয়েছে। কিন্তু ভারতের হাতে বুস্টার ডোজের গুণাগুণ বা প্রয়োজনীয়তার ওপর এখনও পর্যাপ্ত তথ্য নেই, আগামী বছরের প্রথম দিকে আরও তথ্য মিলতে পারে বলে জানালেন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস বা এইমস প্রধান ডঃ রণদীপ গুলেরিয়া।

তিনি বলেছেন, আমার মনে হয় না, বুস্টার শট লাগবেই, এটা বলার মতো পর্যাপ্ত তথ্য আমাদের আছে। এমনকী বয়স্ক লোকজন ও যাঁদের ঝুঁকি, বিপদ বেশি, তাঁদের ব্যাপারেও যথেষ্ট তথ্য নেই। ভ্যাকসিনগুলি কতটা সুরক্ষা দেয়, সে ব্যাপারে ধারণা দেওয়ার মতো পরিসংখ্যান সত্যিই প্রয়োজন আমাদের। আরও গবেষণা দরকার। নতুন নতুন তথ্য এখনও আসছে। আরও কয়েক মাস সময় লাগবে। সম্ভবত সামনের বছরের শুরুতে তথ্য চলে আসবে যার ভিত্তিতে বলা যাবে, কী ধরনের বুস্টার শট চাই, কাদের লাগবে। ভ্যাকসিনের কর্মক্ষমতা কমছে, এমন ইঙ্গিত দেওয়া তথ্য সামনে এলেই ভারত বুস্টার শটের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে বলেও জানান তিনি। বলেন, বিশ্বব্যাপী দেখা যাচ্ছে, লোকে ভ্যাকসিন নিয়ে মারাত্মক রোগের কবল থেকে সুরক্ষা পাচ্ছে, প্রচুর সংখ্যক মানুষকে  হাসপাতালে ভর্তি হতে দেখা যাচ্ছে না। ভারতেও ছবিটা তাই।

প্রসঙ্গত, আমেরিকা চলতি সপ্তাহে জানিয়েছে, শেষ ভ্যাকসিন নেওয়ার আট মাস বাদে দেশের সব প্রাপ্তবয়স্ক বুস্টার শট নিতে পারবেন। তারা উল্লেখ করেছে যে, পরিসংখ্যানে প্রকাশ, সময় যত গড়ায়, ভ্যাকসিনের প্রতিরোধী শক্তি তত হ্রাস পায়। করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়্যান্টের দাপটে সংক্রমণ বাড়ছে আমেরিকায়। সেখানে ২০ সেপ্টেম্বর থেকে ভ্যাকসিনের তৃতীয় শট পাওয়া যাবে।  ব্রিটেনও  কয়েক লাখ দেশবাসীকে ডেল্টা থেকে সুরক্ষার জন্য সেপ্টেম্বর থেকে বুস্টার  শট দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। গুলেরিয়া বলেন, ব্রিটেনে সংক্রমণ প্রচুর বেড়েছে, কিন্তু বুস্টার শট না দেওয়া সত্ত্বেও খুব বেশি লোককে হাসপাতাল ছুটতে হয়নি।  তুলনামূলক ভাবে ভারতে কোভিড ১৯ এর দ্বিতীয় ঢেউয়ের পর সংক্রমণ হার কিছুটা কমের দিকে। গত ২৪ ঘন্টায় দেশে নতুন সংক্রমণ ধরা পড়েছে ৩৪৪৫৭টি, মৃত্যু ৩৭৫। পজিটিভিটি রেট ২ শতাংশ।

কিন্তু কোনও একটা পর্যায়ে ভারতের বুস্টার শট লাগতেও পারে বলে মত গুলেরিয়ার। তিনি বলেছেন, যে ভ্যাকসিনগুলি হাতে আছে, সেগুলি থেকেই নিতে হবে, নাকি নতুন ভ্যাকসিন লাগবে বা বুস্টার হিসাবে বিভিন্ন ভ্যাকসিন মিলিয়ে দিতে হবে। এসব ব্যাপারে তথ্য এখনও আসছে।

হু অবশ্য চলতি সপ্তাহে জানিয়েছে, বর্তমানে বুস্টার শট দরকার,এমন কোনও পরিসংখ্যান নেই।

 

You might also like