Latest News

উত্তরপ্রদেশে ভিনধর্মী বিয়ে বন্ধে অভিযুক্ত করনি সেনা, জোর করে ধর্মবদল, লাভ জেহাদের প্রমাণ মেলেনি, জানাল পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের বালিয়ায় ভিনধর্মী ছেলেময়ের বিয়ে ভেঙে দেওয়ার অভিযোগ করনি সেনার বিরুদ্ধে। তারা ‘বলপূর্বক ধর্মবদল, লাভ জেহাদ’ তকমা দিয়ে বিয়েটা হতে দেয়নি বলে জানিয়েছে পুলিশ। হিন্দুত্ববাদী গোষ্ঠীটির কর্মীরা পাত্রীকে কোতোয়ালি থানায় যেতে বাধ্য করে বলেও অভিযোগ। সেখানে পুলিশ অফিসাররা হস্তক্ষেপ করে ১৮ বছরের মেয়েটিকে, আদালতে সে বিবৃতি দেওয়া পর্যন্ত তার বাবা-মায়ের  হাতে তুলে দেন।

বালিয়ার পুলিশ সুপার বিপিন টাডা বলেন, মেয়েটির বাবার অভিযোগ, তাকে কিডন্যাপ করা হয়েছে। তার ভিত্তিতে আমরা মামলা রুজু করেছি। মেয়েটিকে শীঘ্রই আদালতে তোলা হবে, সেখানে সে বিবৃতি দেবে।  তার বক্তব্যের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ করা হবে কেননা মেয়েটি প্রাপ্তবয়স্ক। টাডা আরও বলেন, কিছু লোক অবৈধ  ধর্মবদল হচ্ছিল বলে অভিযোগ তুললেও সেরকম কিছু পাওয়া যায়নি। একদল লোক মেয়েটিকে থানায় নিয়ে আসে তার ধর্মবদল করা হচ্ছিল বলে অভিযোগ তুলে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, কিছু লোক, যারা করনি সেনার সদস্য বলে অভিযোগ, মেয়েটিকে হেনস্থা করছে। সে বোঝানোর চেষ্টা করছে, দিলশাদ সিদ্দিকি নামে একজনকে সে স্বেচ্ছায়ই বিয়ে করছে। নিজেকে করনি সেনার কর্মী পরিচয় দিয়ে একটি লোক তাকে প্রশ্ন করছে, তোমার নাম কী, তুমি কোন জাতের, ছেলেটার কী জাত, মুসলিম? কেন ওকে বিয়ে করছ? মেয়েটি  সম্ভবতঃ বলছে, সে দলিত সম্প্রদায়ের, প্রাপ্তবয়স্ক। নিজের সিদ্ধান্তে ছেলেটিকে সে বিয়ে করছে। ভিডিওতে আরও দেখা যাচ্ছে, উভাওন থানার অধীন এলাকার পাদরি গ্রামের ছেলে সিদ্দিকিকেও জিজ্ঞাসাবাদ, ভয় দেখাচ্ছে করনি সেনার লোকজন। শোরগোলের মধ্যে সে আদালত চত্বর ছেড়ে পালিয়ে যায় বলে খবর।

আরেকটি ভিডিওও বেরিয়েছে। সম্ভবতঃ সেটি থানায় তোলা। সেখানে একদল লোককে মেয়েটিকে  বলতে শোনা যাচ্ছে, তোমার অভিভাবকরা তোমায় বড় করেছেন, পড়াশোনা করিয়েছেন। তাঁদের সঙ্গে তুমি কী করে এটা করতে পারলে!

উভাওন থানার এসএইচও জ্ঞানেশ্বর মিশ্র জানিয়েছেন, মেয়েটির বাবা জয় প্রকাশ তাঁর অভিযোগনামায় জানিয়েছেন, তাঁর মেয়ে দুদিন হল বাড়ি ফেরেনি, তিনি শুনেছেন, সিদ্দিকি  সহ কয়েকজন তাঁকে জোর করে বিয়ে দেওয়াচ্ছে। আদালতে শোরগোলের পর গত বুধবার সন্ধ্যায় তিনি অভিযোগ দায়ের করেন বলে জানিয়েছেন এসএইচও।

You might also like