
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের সমর্থনে স্লোগান (Pro Pakistan slogan) দিচ্ছিল দুই ফার্মাসি পড়ুয়া। ঘটনার ভিডিও সামনে আসতেই স্বতঃপ্রণোদিত হয়ে দুই ছাত্র সহ আরও কয়েকজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ। একই রাজ্যের অন্য একটি ঘটনায় ‘ভারত মাতা কি জয়’ (Bharat Mata ki Jai) স্লোগান দেওয়ার জন্য এক ছাত্রকে ক্যাম্পাসের ভিতরের রাস্তায় ফেলে বেধড়ক পেটানোর অভিযোগ উঠল।
দুটি ঘটনাই উত্তরপ্রদেশের। পাকিস্তানের সমর্থনে স্লোগান দেওয়া দুই ছাত্র সাহারানপুর জেলার মির্জাপুরের একটি বেসরকারি মেডিক্যাল কলেজের বি.ফার্মা পড়ুয়া। সোবান (১৮) এবং শোভান (১৯) নামের ওই দুই ছাত্র শনিবার বিশ্ববিদ্যালয়ের বাসে থাকাকালীন পাকিস্তানের সমর্থনে স্লোগান দিচ্ছিল বলে জানা গেছে। আরও কয়েকজন পড়ুয়া একই কাজ করলেও তাদের পরিচয় জানা যায়নি।
বাসের ভিতরের সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে। তা চোখে পড়ার পরেই সাহারানপুরের সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ বিপিন তাডা মির্জাপুর পুলিশকে নির্দেশ দেন, ওই দুই ছাত্র সহ বাসের ভিতর থাকা বাকি জনা বারো পড়ুয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করতে। এরপরেই ভারতীয় দণ্ডবিধির ১৫৩ বি এবং ৫০৫(২) ধারায় এফআইআর দায়ের করা হয়। যদিও ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে এফআইআর দায়ের হওয়ার পরেই ওই দুই ছাত্রকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে উত্তরপ্রদেশেরই গজরাউলায় ‘ভারতমাতা কি জয়’ স্লোগান দেওয়ার অপরাধে বিশাল শর্মা নামে ২০ বছর বয়সি এক ছাত্রকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল কলেজ হোস্টেলের ৫ ছাত্রের বিরুদ্ধে। বিশাল রামভাই ডিগ্রি কলেজের পড়ুয়া। গত ১ ফেব্রুয়ারি কুষ্ঠ রোগ সম্পর্কে সচেতনতা ছড়ানোর উদ্দেশ্যে কলেজ থেকে একটি মিছিল বের করা হয়েছিল। সেই মিছিলেই ওই স্লোগান দেয় বিশাল।
তার অভিযোগ, গত ৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় কলেজ হোস্টেলের পাঁচজন অজ্ঞাতপরিচয় পড়ুয়া স্লোগান দেওয়ার জন্য তাকে বেধড়ক মারধর করে। যদিও এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন কলেজের প্রিন্সিপাল রইস আহমেদ।
‘যতদূর আমি জানি, না কেউ প্রতিষ্ঠান চত্বরে ওই ছাত্রকে মারধর করেছে, না কোনও শিক্ষক শিক্ষিকা তাকে স্লোগান দিতে বাধা দিয়েছেন। এই সবকিছুই আমাদের প্রতিষ্ঠানের বদনাম করার জন্য চক্রান্ত করে করা হচ্ছে,’ দাবি তাঁর।
ঘটনার জেরে শনিবার সকালে বজরং দল এবং এবিভিপির সদস্যরা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার দাবিতে কলেজের সামনে বিক্ষোভ দেখায়। বিশালের উপর আক্রমণের ঘটনায় দোষীদের গ্রেফতার করার পাশাপাশি কলেজের প্রিন্সিপাল এবং অন্যান্য শিক্ষকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার দাবিতে সাময়িকভাবে থানা ঘেরাও করেছিল তারা।
এবার তুষারধস হিমাচলে! বরফে তলিয়ে মৃত্যু ২ জনের, নিখোঁজ আরও এক বিদেশি