Latest News

১০০ কোটি ভ্যাকসিন: বিমানের গায়ে মোদীর ছবি স্পাইসজেটের

দ্য ওয়াল ব্যুরো: কোভিড  ১৯ মোকাবিলার লড়াইয়ে বৃহস্পতিবার ১০০ কোটির ওপর ভ্যাকসিনের (100 crore covid vaccination) টিকাকরণ সম্পূর্ণ হওয়ায় বিরাট মাইলফলক পেরল ভারত (india)। এই সাফল্য স্মরণীয় করে রাখতে মোদী সরকার নানা কর্মসূচি পালন করেছে সেদিন। বেসরকারি বিমান কোম্পানি স্পাইসজেট (spicejet) এই বিরাট টার্গেট পূরণে বড় অবদান রাখা সামনের সারির কর্মী, করোনা যোদ্ধাদের সম্মান জানাতে অভিনব উদ্যোগ নিল। ১০০ কোটি ডোজ দেওয়ার লক্ষ্যমাত্রা পূরণের পর তাদের বিমানের গায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi) ও স্বাস্থ্যকর্মীদের ছবি (livery) লাগাল। তিনটি বোয়িং ৭৩৭ এয়ারক্র্যাফটের গায়ে এই ছবি দিয়েছে তারা। এ ব্যাপারে দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে এক অনুষ্ঠানে ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য  পরিবার কল্যাণমন্ত্রী মনসুখ মান্ডবিয়া, স্পাইসজেটের ম্যানেজিং ডিরেক্টর তথা চেয়ারম্যান অজয় সিং।

 

স্পাইসজেট প্রকাশিত বিবৃতিতে অজয় সিং বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ১০০ কোটি কোভিড ১৯ ভ্যাকসিনের ডোজ প্রয়োগের এই অবিশ্বাস্য সাফল্য অর্জনে ভারত সরকারকে অভিনন্দন। মাত্র ২৭৯ দিনে ১০০ কোটি ডোজ প্রদান আমাদের স্বাস্থ্যকর্মীদের প্রচেষ্টা, নাগরিকদের সহযোগিতার সাক্ষ্য বহন করছে। এছাড়া আমাদের সামনের সারির কর্মী, করোনা যোদ্ধাদের, যাঁদের মধ্যে স্পাইসজেট ও স্পাইসহেলথের লোকজনও আছেন, ব্যতিক্রমী অবদানেরও আলাদা করে উল্লেখ করে প্রশংসা করা উচিত। ভারতের ভ্যাকসিন কর্মসূচির সাফল্য, তার নেভার সে ডাই চেতনা উদযাপনে এটা আমাদের এক সামান্য নিবেদন।

ভারতের  চলতি টিকাকরণ কর্মসূচি বিশ্বের সবচেয়ে বড় ও দ্রুততম বলে স্বীকৃতি পেয়েছে। ভারত সেই গুটিকয়েক দেশের অন্যতম যারা নিজেরাই ভ্যাকসিন বানিয়েছে। গোটা করোনা মহামারী পর্বে ওষুধপত্র, ত্রাণ সামগ্রী, মেডিকেল যন্ত্রপাতি সরবরাহ করে ভারতের কোভিড ১৯ বিরোধী সংগ্রামে অবদান রেখেছে বলে দাবি করেছে স্পাইসজেট। জানিয়েছে, ২০২০র মার্চ থেকে তারা প্রায় ২৬৩০০টি মালবাহী বিমান চালিয়েছে, ২ লাখ টন মালপত্র পাঠিয়েছে। প্রায় ৯০ হাজার অক্সিজেন কনসেনট্রেটরও বহন করেছে তারা।

 

 

 

You might also like