
১০০ কোটি ভ্যাকসিন: বিমানের গায়ে মোদীর ছবি স্পাইসজেটের
@flyspicejet pays tribute to the dedication of India’s frontline workers & our Hon’ble PM Shri @narendramodi ji for achieving the #100CroreVaccination milestone through aircraft livery on #Boeing737aircraft@PMOIndia @mansukhmandviya @JM_Scindia @DrBharatippawar @AjaySingh_SG pic.twitter.com/HBDt8h2UAK
— SpiceJet (@flyspicejet) October 21, 2021
স্পাইসজেট প্রকাশিত বিবৃতিতে অজয় সিং বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ১০০ কোটি কোভিড ১৯ ভ্যাকসিনের ডোজ প্রয়োগের এই অবিশ্বাস্য সাফল্য অর্জনে ভারত সরকারকে অভিনন্দন। মাত্র ২৭৯ দিনে ১০০ কোটি ডোজ প্রদান আমাদের স্বাস্থ্যকর্মীদের প্রচেষ্টা, নাগরিকদের সহযোগিতার সাক্ষ্য বহন করছে। এছাড়া আমাদের সামনের সারির কর্মী, করোনা যোদ্ধাদের, যাঁদের মধ্যে স্পাইসজেট ও স্পাইসহেলথের লোকজনও আছেন, ব্যতিক্রমী অবদানেরও আলাদা করে উল্লেখ করে প্রশংসা করা উচিত। ভারতের ভ্যাকসিন কর্মসূচির সাফল্য, তার নেভার সে ডাই চেতনা উদযাপনে এটা আমাদের এক সামান্য নিবেদন।
ভারতের চলতি টিকাকরণ কর্মসূচি বিশ্বের সবচেয়ে বড় ও দ্রুততম বলে স্বীকৃতি পেয়েছে। ভারত সেই গুটিকয়েক দেশের অন্যতম যারা নিজেরাই ভ্যাকসিন বানিয়েছে। গোটা করোনা মহামারী পর্বে ওষুধপত্র, ত্রাণ সামগ্রী, মেডিকেল যন্ত্রপাতি সরবরাহ করে ভারতের কোভিড ১৯ বিরোধী সংগ্রামে অবদান রেখেছে বলে দাবি করেছে স্পাইসজেট। জানিয়েছে, ২০২০র মার্চ থেকে তারা প্রায় ২৬৩০০টি মালবাহী বিমান চালিয়েছে, ২ লাখ টন মালপত্র পাঠিয়েছে। প্রায় ৯০ হাজার অক্সিজেন কনসেনট্রেটরও বহন করেছে তারা।