
ইনি শিক্ষক! হোমওয়ার্ক অসম্পূর্ণ, ছাত্রকে পিটিয়ে মেরে ফেলে বললেন, ‘মরার ভান করছে’
দ্য ওয়াল ব্যুরো: হোমওয়ার্ক (homework) সম্পূর্ণ না করায় সপ্তম শ্রেণির ছাত্রকে (student) পিটিয়ে মেরে ফেললেন (beaten to death) বেসরকারি স্কুলের শিক্ষক (teacher)। মর্মান্তিক ঘটনাটি রাজস্থানের চুরু জেলার। মনোজ নামে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রাজস্থানের শিক্ষামন্ত্রী গোবিন্দ সিং দোস্তারী এমন নৃশংস ঘটনার কঠোর নিন্দা করে ওই স্কুলের স্বীকৃতি বাতিলের নির্দেশ দিয়েছেন। একটি সূত্রের খবর, ঘটনার পুরো তদন্ত (investigation) না হওয়া পর্যন্ত স্কুলের স্বীকৃতি সাসপেন্ড রাখা হয়েছে।
সালাহারের স্টেশন হাউস অফিসার সন্দীপ বিশনইকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানিয়েছে, গনেশ নামে ১৩ বছরের ছেলেটিকে হোমওয়ার্ক শেষ না করায় ওই শিক্ষক মারধর করলে জ্ঞান হারায় সে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে বলে ঘোষণা করেন। একটি সূত্রে বলা হয়েছে, অভিযুক্ত শিক্ষক পড়ুয়ার বাবাকে জানান, তাঁর ছেলে জ্ঞান হারিয়েছে, কিন্তু মারা যাওয়ার ভান করছে!
এদিকে স্বতঃপ্রণোদিত হয়ে ঘটনাটি বিবেচনা করে রাজস্থান রাজ্য মানবাধিকার কমিশন নোটিস পাঠিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। রিপোর্ট তলব করে কমিশনের চেয়ারপার্সন বিচারপতি গোপালকৃষ্ণ ব্যাস চুরুর কালেক্টর, পুলিশ সুপার, বিকানেরের প্রাথমিক শিক্ষা দপ্তরের ডিরেক্টরের কাছে এক সপ্তাহের মধ্যে ৫টি বিষয়ের ওপর জবাব চেয়েছেন।
তিনি জানতে চেয়েছেন, অভিযুক্ত শিক্ষক, স্কুলের মালিকের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে। স্কুলের মোট কতজন শিক্ষক, তাদের শিক্ষাগত যোগ্যতা কী, বিস্তারিত জানাতে বলেছেন। স্কুলের শিক্ষকদের বিরুদ্ধে এর আগে পড়ুয়াদের অভিভাবকরা কোনও নালিশ দায়ের করেছিলেন কিনা, করলে কী ব্যবস্থা নেওয়া হয়েছিল, তাও জানাতে হবে তাঁকে।