
শ্রীনগরের স্কুলে (JK School) ভয়ঙ্কর জঙ্গি হামলা হয়েছে দুদিন আগেই। স্কুলে ঢুকে এলোপাথাড়ি গুলি চালিয়ে স্কুলের প্রধান শিক্ষিকা সুপিন্দর কৌর ও সহকারী শিক্ষক দীপক চাঁদকে ঝাঁঝরা করে দিয়েছে জঙ্গিরা। ঘটনা ঘটেছে শ্রীনগরের ইদগাহ এলাকায়। ঘটনায় আরও পাঁচজনের মৃত্যুর খবরও মিলেছে।
এই হামলার তীব্র নিন্দা করেছেন জম্মু ও কাশ্মীর পুলিশের ডিরেক্টর ডেনারেল (ডিজি) দিলবাগ সিং। তিনি বলেছেন, “গত কয়েকদিন ধরে সাধারণ মানুষের ওপর হামলা চালানোর যে প্রবণতা তৈরি হয়েছে, তা লজ্জাজনক। জঙ্গিরা বেছে বেছে নিরীহ মানুষদের নিশানা করছে।। সমাজের সেবায় যুক্ত ছিলেন তাঁরা। যাঁদের কোনও বিষয়ের সঙ্গে যোগ নেই, তাঁদের নিশানা করা হচ্ছে। কাশ্মীরে ভয়ের পরিবেশ তৈরির জন্য এই কাজ করা হচ্ছে। কাশ্মীরের মানুষের মধ্যে যে ভ্রাতৃ্ত্ববোধ আছে, তা নষ্ট করা হচ্ছে, সাম্প্রদায়িকতার বীজ বপন করছে জঙ্গিরা।“
মঙ্গলবার সন্ধ্যায় জম্মু-কাশ্মীরের একের পর এক হামলা চালিয়েছে সন্ত্রাসবাদীরা। খুন করা হয়েছে কাশ্মীরি পণ্ডিত মাখনলাল বিন্দ্রুকে। শ্রীনগরের উপকণ্ঠে জঙ্গি হানায় প্রাণ হারিয়েছেন বীরেন্দ্র পাসোয়ান নামে এক হকারও।। বান্দিপোরায় জঙ্গিরা খুন করেছে মহম্মদ শফি লোন নামে এক ট্যাক্সিচালককেও। ভিডিও বার্তায় জঙ্গিদের চ্যালেঞ্জ ছুড়ে নিহত কাশ্মীরি পণ্ডিতের মেয়ে শ্রদ্ধা বলেছেন, “ওরা শুধু পেছন থেকেই পাথর ছুড়তে পারে। দম থাকে তো সামনে আয়। সামনে এসে আমার সঙ্গে মোকাবিলা কর। তখন কথা বলে বোঝা যাবে কার কত দম।“