
মোদী ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাড়ে ৫ লাখ পাঠিয়েছেন! ফেরত দিতে অস্বীকার, গ্রেফতার কাস্টমার
আরও পড়ুন—নুসরত অতটা বিপ্লবী নন, বাবার নাম নিয়ে ‘লুকোচুরি’তে হতাশ তসলিমা
গ্রামীণ ব্যাঙ্কের কাস্টমার রঞ্জিতের সাফাই, তিনি ভেবেছেন, প্রধানমন্ত্রী জনগণকে ১৫ লাখ টাকা দেওয়ার যে ঘোষণা করেছেন, সাড়ে ৫ লাখ টাকা তার প্রথম কিস্তি। তাই সেটা তিনি ফেরত্ দেবেন না। তাছাড়া, ওই অর্থ তিনি খরচ করেও ফেলেছেন, তাই ফেরাতে পারবেন না, জানিয়ে দেন রঞ্জিত।
বেশ কয়েকবার তাঁকে নোটিশ পাঠায় ব্যাঙ্ক। কিন্তু তিনি সাড়া দেননি। গ্রামীণ ব্যাঙ্কের ম্যানেজারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁকে গ্রেফতার (arrest) করে। সংবাদ সংস্থাকে তিনি বলেছেন, চলতি বছর মার্চে ওই টাকা পাওয়ার পর খুব খুশি হয়েছিলাম। ভেবেছিলাম, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রতিটি মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লাখ টাকা জমা পড়বে বলে ঘোষণা করেছিলেন। আমি ভেবেছিলাম, হতে পারে ওটা প্রথম কিস্তি। সব টাকা তো খরচ করে ফেলেছি। এখন ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনও টাকাই নেই।