
দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) বিদেশে খুবই জনপ্রিয়। বিদেশে গেলে অনাবাসী ভারতীয়দের পাশাপাশি সে দেশের নাগরিকেরাও তাঁকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে থাকে। ভারতের প্রধানমন্ত্রীর সফরসূচি ‘ইভেন্ট’ হয়ে ওঠে সেইসব দেশে। বিজেপি দাবি করে থাকে, অতীতে কোনও প্রধানমন্ত্রী বিদেশে এই জনপ্রিয়তা অর্জন করেননি।
আজ রাজস্থানে একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে এক মঞ্চে উপস্থিত ছিলেন ওই রাজ্যের কংগ্রেসি মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Ashok Gehlot)। মঞ্চে হাজির ছিলেন আরও দুই মুখ্যমন্ত্রী গুজরাতের ভূপেন্দ্র প্যাটেল ও মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহান।
কিন্তু নজর কাড়ে রাজস্থানের মুখ্যমন্ত্রীর (Ashok Gehlot) ভাষণ। অনুষ্ঠানটি ছিল রাজস্থানের বানস্বওয়ারা জেলার মানগড়ে। জায়গাটি রাজস্থানের জালিয়ানওয়ালাবাগ নামে খ্যাত। ১৯১৩ সালে সেখানকার আদিবাসী সমাজ ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। ব্রিটিশ সেনার গুলিতে দেড় হাজার জন নিহত হন। নিহতদের প্রতি সম্মানজ্ঞাপনের অনুষ্ঠানে রাজস্থানের মুখ্যমন্ত্রীর অনুরোধে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী।
এজন্য কৃতজ্ঞতা জানাতে গিয়ে প্রবীণ কংগ্রেস নেতা প্রধানমন্ত্রীকে (Narendra Modi) বলেন, আপনি বিদেশে জনপ্রিয়, কারণ আপনি মহাত্মা গান্ধীর দেশের মানুষ। যে দেশে গণতন্ত্র অত্যন্ত গভীরে প্রোথিত।
ভাষণে রাজস্থানের মুখ্যমন্ত্রীর উদ্দেশে মোদী বলেন, এখানে উপস্থিত মুখ্যমন্ত্রীদের মধ্যে আপনি সবচেয়ে প্রবীণ।
রাজনৈতিক মহলে গেহলটের কথা অনেকেরই দৃষ্টি আকর্ষণ করেছে। গেহলট মোদীর জনপ্রিয়তাকে তাঁর ব্যক্তিগত কৃতিত্ব হিসাবে দেখাননি। বুঝিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী বলেই তাঁকে নিয়ে এই কৌতুহল। সৌজন্য রক্ষা করেই মোদীর জনপ্রিয়তা নিয়ে কুশলী রাজনৈতিক মন্তব্য করেছেন।
মোদী-ঘনিষ্ঠ ব্যবসায়ী বরাত পেয়েছিল গুজরাতের ব্রিজ সারানোর, ছবি ছেপে দাবি তৃণমূলের
আসলে গুজরাতের আসন্ন বিধানসভা নির্বাচনে গেহলট হলেন কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত এআইসিসি র সাধারণ সম্পাদক। অন্যদিকে, বিজেপির প্রচারের নেতৃত্ব দিচ্ছেন মোদী। ফলে কারও পক্ষেই পিঠ চুলকানো ভাষণ দেওয়ার সুযোগ ছিল না।