Latest News

সুশাসনের রাজনীতিকেই বেছে নিয়েছেন ত্রিপুরাবাসী, বিজেপির বিপুল জয়ে ট্যুইট মোদীর

দ্য ওয়াল ব্যুরো:  ত্রিপুরায় (tripura) দলের বিপুল জয়কে (victory) স্বাগত জানিয়ে রাজ্যের মানুষ  সুশাসনের রাজনীতিকেই (politics) (development) বেছে নিয়েছেন বলে ট্যুইটে প্রতিক্রিয়া জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi)। উত্তরপূর্বের ছোট্ট রাজ্যটিতে স্থানীয় পুরভোটে (local polls) সিপিএম, তৃণমূল কংগ্রেসকে ধরাশায়ী করে একচ্ছত্র আধিপত্য বজায় রাখল বিজেপি (bjp)। ৫১  আসনের আগরতলা পুরসভার সব কটিতেই জিতেছেন গেরুয়া প্রার্থীরা। একটিও পায়নি সিপিএম, তৃণমূল। ১৫ আসনের খোয়াই পুরসভা, ১৭ আসনের বিলোনিয়া পুরসভা, ১৫ আসনের কুমারঘাট পুরসভা, ৯ আসনের সাব্রুম নগর পঞ্চায়েত-সর্বত্রই বিজেপি আর বিজেপি। বিরোধীরা শূন্য।  ত্রিপুরায় যে ২০টি পুরসভা বা নগরপঞ্চায়েতে ভোট ছিল তাঁর মোট ওয়ার্ড সংখ্যা ৩৩৪টি। এর মধ্যে ১২২টি ওয়ার্ডে বিজেপি আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছিল। ভোট হয়েছিল ২১২টি ওয়ার্ডে। তার মধ্যে মাত্র একটি করে পেয়েছে সিপিএম, টিএমসি।

এই বিপুল সাফল্য ২০২২ এর বিধানসভা ভোটের আগে বিজেপি ও মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে নিশ্চিন্ত রাখবে। তৃণমূল সেখানে ২০২২  এর ভোট টার্গেট করে স্থানীয় স্তরের নির্বাচনের প্রচারে ঝড় তুলেছিল ঠিকই, একের পর এক ঘটনার ঘনঘটায় ত্রিপুরা সরগরম করে তুলেছিল ঠিকই, কিন্তু ভোটবাক্সে তার প্রতিফলন ঘটেনি। সিপিএমই ভোটে প্রধান বিরোধী শক্তি প্রমাণিত হয়েছে।

এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর ট্যুইট, ত্রিপুরার  মানুষ একটা স্পষ্ট বার্তা দিয়েছেন। তাঁরা সুশাসনের রাজনীতিকেই গুরুত্ব দেন। আমি বিজেপির প্রতি অকুন্ঠ সমর্থনের  জন্য তাঁদের ধন্যবাদ দিতে চাই। এই সমর্থন, আশীর্বাদ ত্রিপুরার প্রতিটি মানুষের উন্নয়নের জন্য কাজ করতে বাড়তি শক্তি দেবে আমাদের। পাশপাশি তিনি লেখেন, মাঠে ময়দান নিরলস পরিশ্রম করে মানুষের সেবা করায় বিজেপির ত্রিপুরার কার্যকর্তাদেরও অভিনন্দন জানাই। বিপ্লব দেবজির নেতৃত্বে রাজ্য সরকার অনেক উদ্যোগ নিয়েছে, যা  মানুষের ভালবাসা, আশীর্বাদ পেয়েছে।

 

You might also like