
মন্ত্রীর অস্বীকার, আরিয়ান মামলায় তদন্তকারী এনসিবি কর্তার ওপর ‘নজরদারি’!
সমীরের দাবি, তিনি বুঝতে পারছেন, সারাক্ষণ কেউ তাঁকে ফলো করছে, তাঁর গতিবিধির ওপর নজর রাখছে। সমীরের অভিযোগের তির মুম্বই পুলিশের দিকে। কিন্তু মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী (home minister) দিলীপ ওয়ালসে পাতিল মুম্বই পুলিশের এধরনের নজরদারির ব্যাপারে তাঁর কাছে কোনও খবর নেই বলে জানিয়ে দিলেন। তিনি বলেছেন, আমি এমন কোনও খবর জানি না, এরকম কোনও অর্ডারও দেওয়া হয়নি।
পদস্থ ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস (আইআরএস) অফিসার সমীর মুম্বইয়ে পুলিশি অভিযোগ দায়ের করে নিজের দাবির স্বপক্ষে সিসিটিভি ফুটেজও পেশ করেছেন। দুজন পুলিশকর্মী তাঁকে সবসময় অনুসরণ করে বলে জনৈক এনসিবি অফিসারকে উদ্ধৃত করে জানিয়েছে সংবাদ সংস্থা। ওই এনসিবি কর্তার দাবি, ২০১৫ সালে মৃত্যুর পর সমীরের মাকে ওশিওয়াড়ায় যে কবরখানায় সমাহিত করা হয়েছিল, তিনি সেখানে নিয়মিত যান। ইদানীং দেখছেন, কবরখানায় তিনি গেলে তাঁর পিছু নেয় ওশিওয়াড়া থানার দুজন কর্মী। তারা কবরখানায় ঢুকে সমীর কী করছেন না করছেন, তার সিসিটিভি ফুটেজ খুলে নিয়েছে।