Latest News

ইয়াহু-র নিউজমেকার অফ দ্য ইয়ারের তালিকায় দশ নম্বরে তৈমুর

দ্য ওয়াল ব্যুরো: শীর্ষে আছেন নরেন্দ্র মোদী। আর তাঁরই পেছনে দশ নম্বরে আছে খুদে তৈমুর। এমনটাই বলছে ইয়াহু। তারা জানিয়েছে, তাদের ভারতীয় খবরের শিরোনামে থাকার জন্য, নিউজ়মেকার অফ দ্য ইয়ার খেতাবের তালিকায় তৈমুরের নাম রয়েছে ১০ নম্বরে।  

২০১৬ সালের ২০ ডিসেম্বর তৈমুর আলি খানের জন্ম। জন্মের পর থেকেই কোনও তারকা সন্তানকে এমন বিখ্যাত হতে কমই দেখা গিয়েছে। জন্মের পরেই তাঁর তৈমুর নামকরণ নিয়ে বিতর্ক তৈরি হয়। প্রায়শই ছোট্ট এই তারকার নানা ছবি ভাইরাল হতে থাকে। সব মিলিয়ে নবাব বাড়ির এই ছোট্ট সন্তান প্রায়ই খবরের শিরোনামে।

এ দিন আবার তার স্কুলের স্পোর্টস ডে ছিল। সেখানেই অংশ নেয় তৈমুর। সে অবশ্য কিছু বোঝার আগেই কাঁদতে শুরু করে। তার মা তাঁকে কোলে নিয়ে শান্ত করে বুঝিয়ে দৌড়ে অংশগ্রহণ করান শেষমেশ।

অনেকে বলছেন, মিডিয়ার নজরে থাকতে শিখে গিয়েছে দু’বছরের এই শিশুও। সে প্লে-স্কুলে যেতে শুরু করার পর থেকেই তাঁর নানা ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাচ্ছে।

 

You might also like