Latest News

কলকাতায় ৯০ টাকা পেরোল পেট্রোল, মুম্বইয়ে সেঞ্চুরির কাছে, অগ্নিমূল্য জ্বালানি তেল

দ্য ওয়াল ব্যুরো: ভারতে টানা ছ’দিন ধরে বাড়ল তেলের দাম। কলকাতা, মুম্বই, দিল্লি ও চেন্নাই-সহ দেশের সব বড় শহরেই পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে। কলকাতায় পেট্রোলের দাম ছাড়িয়ে গিয়েছে ৯০ টাকা। অন্যদিকে মুম্বইয়ে ১০০-র কাছে পৌঁছে গিয়েছে পেট্রোল। আগামী কয়েক দিনে তা সেঞ্চুরি ছাড়িয়ে যেতে পারে বলেই ধারণা।

কলকাতায় পেট্রোলের দাম বেড়েছে লিটার প্রতি ২৮ পয়সা। রবিবার সকালে শহরে লিটার প্রতি পেট্রোলের দাম ৯০ টাকা ০১ পয়সা। অন্যদিকে ডিজেলের দাম লিটার প্রতি ৩২ পয়সা বেড়ে হয়েছে ৮২ টাকা ৬৫ পয়সা।

বাণিজ্যনগরী মুম্বইয়ে পেট্রোলের দাম বেড়ে হয়েছে লিটার প্রতি ৯৫ টাকা ২১ পয়সা। অন্যদিকে ডিজেলের দাম বেড়ে হয়েছে লিটার প্রতি ৮৬ টাকা ০৪ পয়সা। রাজধানী দিল্লিতেও বেড়েছে জ্বালানি তেলের দাম। দিল্লিতে পেট্রোলের দাম লিটার প্রতি ২৯ পয়সা বেড়ে হয়েছে ৮৮ টাকা ৭৩ পয়সা। অন্যদিকে ডিজেলের দাম ৩২ পয়সা বেড়ে হয়েছে ৭৯ টাকা ০৬ পয়সা।

দক্ষিণের শহর চেন্নাইয়েও পেট্রোলের দাম ৯০ টাকা ছাড়িয়ে গিয়েছে। সেখানে পেট্রোলের দাম হয়েছে লিটার প্রতি ৯০ টাকা ৯৬ পয়সা ও ডিজেলের দাম বেড়ে হয়েছে লিটার প্রতি ৮৪ টাকা ১৬ পয়সা।

গত ৮ জানুয়ারি থেকেই জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী। তার আগে মাসখানেক একই জায়গায় স্থির ছিল দাম। জানা গিয়েছে, বিশ্বে কোভিড টিকাকরণ শুরু হওয়ার পরেই ক্রুড অয়েলের দাম বাড়তে শুরু করেছে। আর এই ক্রুড অয়েলের দাম বাড়ার ফলেই জ্বালানি তেলের দামও বাড়ছে।

জানা গিয়েছে, ইতিমধ্যে অনেক তেলের কোম্পানি যোগানেও কমতি করেছে। তার ফলে চাহিদা পূরণ না হওয়ায় ফের বাড়তে শুরু করেছে পেট্রোল ও ডিজেলের দাম। এইভাবে জ্বালানি তেলের দাম বাড়ায় সমস্যায় পড়েছে মধ্যবিত্ত মানুষ।

You might also like