Latest News

নাম পাকিস্তান হলেও ‘না-পাক’ কাজ করে ওরা, তীব্র আক্রমণ রাজনাথ সিংয়ের

দ্য ওয়াল ব্যুরো : ফের একবার পাকিস্তানের উদ্দেশে কড়া ভাষায় আক্রমণ করলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বললেন, নিজেদের দেশের নামের অর্থের প্রতি সুবিচার করতে পারে না পাকিস্তান। সবসময় ‘না-পাক’ কাজ করে তারা। সিঙ্গাপুরে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন রাজনাথ।

দু’দিনের সিঙ্গাপুর সফরে গিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী। সেখানেই এক অনুষ্ঠানে মঙ্গলবার তিনি বলেন, “আমাদের এক পড়শি আছে যাদের নাম পাকিস্তান। এই নামের অর্থ পবিত্র জায়গা। অথচ তারা না-পাক কাজ করেই চলে। নিজেদের নামের মর্যাদাও রাখতে পারে না তারা।”

এই অনুষ্ঠানে জম্মু-কাশ্মীরের উপর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করে নেওয়ার ব্যাপারেও মন্তব্য করেন রাজনাথ। তিনি বলেন, “আমরা জানি নিশ্চয় কোনও কারণে জম্মু-কাশ্মীরের উপর ৩৭০ ধারা জারি ছিল। কিন্তু আমাদের দল তৈরি হওয়ার পর থেকে আমরা প্রত্যেকবার আমাদের নির্বাচনী ইস্তেহারে বলতাম, যখনই আমাদের দল ক্ষমতায় আসবে আমরা জম্মু-কাশ্মীরের উপর থেকে ৩৭০ ধারা তুলে নিয়ে তাকে ভারতের অবিচ্ছেদ্য অংশে পরিণত করব।”

রাজনাথ সিং আরও বলেন, জম্মু-কাশ্মীরের ভিন্ন বিধানসভা ছিল, ভিন্ন পতাকা ছিল। কিন্তু সেসব আর নেই। এখন তারা ভারতের অন্য রাজ্যের মতোই। প্রতিরক্ষামন্ত্রী বলেন, “আমরা কখনওই রাজনৈতিক সুবিধার জন্য দেশের সুরক্ষা ও সম্মানের সঙ্গে সমঝোতা করব না। কারণ আমরা শুধুমাত্র সরকার তৈরি করি না, একটা দেশ চালানোর দায়িত্বও আমাদের হাতে থাকে। দেশকে আরও উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার দায়িত্বও আমাদের উপরেই থাকে।”

ভারতীয় সেনাবাহিনীর কার্যকারিতাতেও বদলের উল্লেখ করেছেন রাজনাথ। প্রতিরক্ষামন্ত্রী হিসেবে তাঁর বক্তব্য, “আগেও জঙ্গিদের খতম করত সেনা। কিন্তু এই প্রথম একবারে ৩০০-৩৫০ জঙ্গি মরেছে। এটা শুধু ভারতের নয়, বিশ্বের ইতিহাসেও বিরল। এই সার্জিক্যাল স্ট্রাইক আগে ভারত দেখেনি। কিন্তু এটা নতুন ভারত। এরা মুখ বুজে সহ্য করে না। ঘরে ঢুকে মেরে আসে।”

You might also like