Latest News

প্রেমিকাকে খুন করে দেহ ফ্ল্যাটের দেওয়ালে পুঁতে রেখেছিল প্রেমিক, গ্রেফতার

দ্য ওয়াল ব্যুরো: প্রেমিকাকে খুন করে তার দেহ ফ্ল্যাটের দেওয়ালে পুঁতে রেখেছিল প্রেমিক। সবাইকে বলেছিল যুবতী অন্য কোথাও গিয়েছে। এই ঘটনার তদন্তে নেমে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। দেহটিকেও উদ্ধার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পালঘর জেলায়। পুলিশ সূত্রে খবর, ৩০ বছরের ওই যুবকের সঙ্গে ৩২ বছরের এক যুবতীর প্রেমের সম্পর্ক ছিল। ওই যুবতী বারবার বিয়ের জন্য চাপ দিচ্ছিল বলেই ওই যুবক তাকে খুন করে। শনিবার যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গিয়েছে, দু’জনের সম্পর্কের কথা যুবতীর পরিবার জানত। ২১ অক্টোবরের পর থেকে তার আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। ফোনেও যোগাযোগ হচ্ছিল না। যুবককে জিজ্ঞাসা করলে সে জানায় গুজরাতের বাপিতে কোনও কাজে গিয়েছে ওই যুবতী। কিন্তু যুবকের কথাবার্তায় পরিবারের সন্দেহ হয়। তারপরেই পুলিশের দ্বারস্ত হয় তারা। সেখানে নিখোঁজ ডায়েরি করা হয়। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।

তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে দু’জনের মধ্যে পাঁচ বছরের সম্পর্ক ছিল। কিন্তু কিছুদিন ধরে সেই সম্পর্কে চিড় ধরেছিল। যুবতী বারবার বিয়ের কথা বলছিল। কিন্তু যুবক তাতে রাজি ছিল না। যুবকের কথাবার্তায় অসঙ্গতি লক্ষ্য করে পুলিশ। তারপরে তার ফ্ল্যাটে গিয়ে ভাল করে তদন্ত করতে গিয়ে পুলিশ দেখতে পায় একটা দেওয়ালে নতুন রং করা। সেখানে খুঁড়তেই ভিতর থেকে একটা কঙ্কাল উদ্ধার হয়। ডিএনএ টেস্টে জানা যায় কঙ্কালটি ওই যুবতীর।

এরপরেই ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে আইপিসি ধারায় খুন, তথ্যপ্রমাণ লোপাট –সহ একাধিক মামলা দায়ের করা হয়েছে। এই খুন সে একাই করেছে নাকি এর পিছনে আর কেউ আছে তা খতিয়ে দেখছে পুলিশ।

You might also like