
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১ হাজার ৭১৩ জন আক্রান্ত হয়েছেন। এর ফলে ৬ ফেব্রুয়ারি, শনিবার, সকাল ৮টা পর্যন্ত ভারতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮ লাখ ১৪ হাজার ৩০৪ জন।
বুলেটিন জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়ে ৯৫ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ দেশে করোনায় মৃতের সংখ্যা ১ লাখ ৫৪ হাজার ৯১৮ জন। ভারতে করোনায় মৃত্যুহার ১.৪৩ শতাংশ।
স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৪ হাজার ৪৮৮ জন। ভারতে মোট সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা ১ কোটি ৫ লাখ ১০ হাজার ৭৯৬ জন। এই মুহূর্তে দেশে সুস্থতার হার ৯৭.১৬ শতাংশ। অর্থাৎ এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১ লাখ ৪৮ হাজার ৫৯০ জন। মোট আক্রান্তের ১.৪০ শতাংশ রোগী এই মুহূর্তে অ্যাকটিভ রয়েছেন।