
জম্মু-কাশ্মীর পুলিশ জানিয়েছে, হোম শালিবাগ কেন্দ্রের বিজেপি কর্মী ছিলেন জাভেদ আহমেদ দার। মঙ্গলবার তাঁকে ঘিরে ধরে এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা করে দেয় জঙ্গিরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় বিজেপি কর্মীর। এই ঘটনার পরেই গোটা এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ ও নিরাপত্তারক্ষীরা। এখনও অবধি ঘটনার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন।
জম্মু-কাশ্মীরের বিজেপি মিডিয়া সেলের প্রধান মনোজ আহমেদ বলেছেন, অত্যন্ত লজ্জাজনক ঘটনা। কাপুরুষের মতোই কাজ করেছে জঙ্গিরা।
কাশ্মীরে বিজেপি নেতাদের উপর হামলার ঘটনা বেড়েই চলেছে৷ চলতি মাসের প্রথমেই জম্মু-কাশ্মীরের এক বিজেপি সরপঞ্চ ও তাঁর স্ত্রীকে গুলি করে খুন করে জঙ্গিরা। নিহত সরপঞ্চের নাম গুলাম রসুল দর। তিনি কুলগাম জেলার সরপঞ্চ ছাড়াও সেখানকার বিজেপি কিষাণ মোর্চার প্রেসিডেন্ট। তাঁর স্ত্রীকেও মারে জঙ্গিরা। এর আগে জঙ্গিদের গুলিতে প্রাণ যায় ত্রাল এলাকায় বিজেপি নেতা তথা পুরসভার কাউন্সিলর রাকেশ পন্ডিতের। ত্রালে এক বন্ধুর বাড়িতে গিয়েছিলেন রাকেশ। সেখানে হানা দিয়ে দরজা ভেঙে বাড়িতে ঢুকে গুলিতে ঝাঁঝরা করে দেয় বিজেপি নেতাকে।