Latest News

ডেলিভারি বয়কে পিটিয়ে খুন, গ্রেফতার ১১

দ্য ওয়াল ব্যুরো: ২৫ বছরের এক ডেলিভারি বয়কে পিটিয়ে মারার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ১১ জনকে। ধৃতদের প্রত্যেকের বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে।

ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর লক্ষ্মীনারায়ণপুরা এলাকায়। পুলিশ সূত্রে খবর, ২৬ ডিসেম্বর রাতে সেখানে রাজকুমার রোডের উপরে এক যুবককে বেধড়ক মারধর করে কয়েকজন যুবক। ঘটনাস্থলেই মৃত্যু হয় ব্যাতারায়ণপুরা এলাকার বাসিন্দা পেশায় ডেলিভারি বয় পি মঞ্জুনাথের।

ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশ দেখতে পায় সেখানে একটি সিসিটিভি ক্যামেরা রয়েছে। সেই ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করে পুলিশ। তারপরে মঙ্গলবার তাদের গ্রেফতার করা হয়। ধৃতদের নাম তিলক, রাকেশ, মহেন্দ্র, সঞ্জয়, জীবা, হরিকৃষ্ণ, অখিলেশ, ভিগ্নেশ, বিজয়, দীপক ও রোশন।

শ্রীরামপুরা থানার পুলিশ জানিয়েছে, অভিযুক্ত তিলকের বাইক নিয়ে চলে গিয়েছিল মঞ্জুনাথ। তিলক সেটা ফেরত চাইলে মঞ্জুনাথ জানায়, ২০ হাজার টাকা লাগবে। তারপরেই নাকি তিলক নিজের বন্ধুদের সঙ্গে মিলে মঞ্জুনাথকে মারার পরিকল্পনা করে। সে মঞ্জুনাথকে ফোন করে বলে টাকার ব্যবস্থা হয়ে গিয়েছে। সেইমতো ঘটনার দিন রাতে মঞ্জুনাথ সেখানে গেলে সবাই মিলে তাকে বেধড়ক মারে। সেখানেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন নাগরিকত্ব আইন থেকে মুক্তি নেই, সব রাজ্যকে হুঁশিয়ারি কেন্দ্রীয় আইনমন্ত্রীর

পুলিশ সূত্রে খবর, মঞ্জুনাথের বাড়ির লোকের অভিযোগ, তিলক তার কাছ থেকে ১০ হাজার টাকা ধার নিয়েছিল। সেই টাকা ফেরত না দেওয়ায় বাধ্য হয়েই তার বাইক নিয়ে চলে যায় মঞ্জুনাথ। অন্যদিকে তিলক জানিয়েছে, মঞ্জুনাথের কাছ থেকে কোনও টাকা ধার নেয়নি সে। পুলিশ জানিয়েছে, দু’পক্ষের বক্তব্য শুনে নিজেদের তদন্ত চালাচ্ছে তারা। শিগগির সত্যিটা বেরিয়ে পড়বে। ধৃতদের প্রত্যেকের বিরুদ্ধে খুনের ধারায় অভিযোগ আনা হয়েছে।

You might also like