
হিজাব পরার দাবিতে বিক্ষোভ ছড়াল কলেজে কলেজে, মেয়েদের সমর্থনে নামল ছেলেরা
এদিন সকালে উদুপি জেলার ভান্ডারকর আর্টস অ্যান্ড সায়েন্স ডিগ্রি কলেজের ৪০ জন ছাত্রী হিজাব পরে কলেজ প্রাঙ্গনে বিক্ষোভ দেখায়। তাঁদের দাবি, হিজাব পরার অনুমতি না দিলে তাঁরা ক্লাস বয়কট করবে।
ওই কলেজের নির্দেশিকায় বলা হয়েছে, ছাত্রীরা হিজাব পরে কলেজ ক্যাম্পাসে ঢুকতে পারবে না। স্কার্ফ পরে কলেজে ঢোকা যাবে, তবে সেই স্কার্ফের রঙ হবে দোপাট্টার রঙে। এরই প্রতিবাদে মুসলিম ছাত্রীরা ক্লাস বয়কট করে বিক্ষোভ শুরু করে। ৪০ জন মুসলিম ছাত্রীর সমর্থনে দাঁড়ায় ৪০ জন ছাত্রও।
বিক্ষোভকারীদের আরও অভিযোগ, কলেজে হিজাব নিষিদ্ধ হওয়ার পর ওই একই কলেজে হিন্দু সংগঠন ছেলেদের গেরুয়া রঙের চাদর পরতে বাধ্য করেছে। এই ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে বজরং দলের জেলা সম্পাদক সুরেন্দর কোটেশ্বর বলেন, “গেরুয়া চাদর পরে কলেজে ঢুকতে পুলিশ হিন্দু পড়ুয়াদের আটকাচ্ছে। সেরকমই মুসলিম পড়ুয়াদেরও হিজাব পরে কলেজে ঢোকা আটকে দিক পুলিশ”। কোটেশ্বর জানিয়েছেন, যদি সব কলেজের প্রশাসন হিজাব পরে আসার অনুমতি দেয়, তবে তাদের হিন্দু পড়ুয়াদেরও গেরুয়া চাদর পরে আসার অনুমতি দিতে হবে।
ডিএমকে সাংসদ সেন্থিল কুমার লোকসভায় কর্নাটকের এই হিজাব বিতর্ক নিয়ে প্রশ্ন তোলেন। তিনি জানতে চান যে কেন পড়ুয়ারা হিজাব পরে ক্লাস করতে পারবেন না। তিনি কেন্দ্র সরকারকে এই বিষয়ে হস্তক্ষেপ করার জন্য আর্জি জানান।