Latest News

মুম্বই বিমানবন্দরে আদানিদের বোর্ড ভাঙচুর: ‘আপনারা কিনেছেন নাকি!’ পাল্টা শিবসেনা

দ্য ওয়াল ব্যুরো:   শিবসেনার বিরুদ্ধে মুম্বই বিমানবন্দরের কাছে আদানি শিল্পগোষ্ঠীর সাইনবোর্ড ভাঙচুরের অভিযোগ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ শিল্পপতি গোষ্ঠীর নামাঙ্কিত হোর্ডিং ভাঙচুরের ঘটনায় প্রত্যাশিত ভাবেই শোরগোল হচ্ছে। যদিও শিবসেনা এমপি অরবিন্দ সাবন্ত দলীয় ক্যাডারদের বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে পাল্টা তোপ দেগেছেন আদানিদের নিশানা করে। সংবাদ সংস্থাকে সাবন্ত বলেছেন, এয়ারপোর্টের নাম ছত্রপতি মহারাজ বিমানবন্দর। ওঁরা (আদানি কর্মকর্তারা) ‘আদানি বিমানবন্দর’ লিখেছেন। আপনারা এটা কিনেছেন নাকি? শিবাজি মহারাজ আমাদের দেশের গর্ব। গুন্ডামি করেছে ওরা। ২-৩টে লোক হয়তো আইন মানে না, গুন্ডামি করে।

মহারাষ্ট্রের ক্যাবিনেট মন্ত্রী তথা শিবসেনা নেতা  নবাব মালিকও মুম্বই বিমানবন্দরের নাম আদানিদের নামে করার প্রস্তাবের তীব্র বিরোধিতা করে বলেন, এটা মহারাষ্ট্রের মানুষের ভাবাবেগে আঘাত করেছে। এয়ারপোর্ট অথরিটির ভিআইপি গেটের নামও বদলে আদানিদের নামে করা হয়েছে, যা সহ্য করা যায় না। অভিযোগ, শিবসেনা কর্মীরা সোমবার মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরের নাম আদানি এয়ারপোর্ট বলে লেখা বোর্ড ভাঙচুর করেছে। রাজ্যের মানুষের মনে আঘাত  লাগছে এতে। ভবিষ্যতে সমস্যা এড়াতে ওদের আগাম সতর্কতা নিতে হবে।

যদিও আদানি এয়ারপোর্টের  মুখপাত্র সেদিনের ঘটনার পর বিবৃতি দিয়ে নিশ্চিত করেছেন, ছত্রপতি  শিবাজি মহারাজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ব্র্যান্ডিং বা টার্মিনালের পজিশনে কোনও বদলই করা হয়নি। তিনি বলেন, মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরে আদানি এয়ারপোর্টস ব্র্যান্ডিং ঘিরে যেসব ঘটনা ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে আমরা ভরসা দিচ্ছি আদানি এয়ারপোর্টস হোল্ডিং লিমিটেড শুধুমাত্র পুরানো ব্র্যান্ডিংকরে আদানি এয়ারপোর্টস ব্র্যান্ডিং দিয়ে বদলেছে।

 

 

You might also like