
বাবার খুনে দায়ী ১১ জন, ‘ন্যয়বিচার চাই’, প্রধানমন্ত্রীকে ট্যুইট অসমের ৪ বছরের ছেলের
I want justice.@PMOIndia @HMOIndia @himantabiswa @cacharpolice @TheQuint pic.twitter.com/Cm0DeVw8TD
— Rizwan Sahid Laskar (@sahid_rizwan) September 13, 2021
রিজওয়ান সোস্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকেও আবেদন করেছে, বাবার ১১ জন সন্দেহভাজন হত্যাকারীকে ধরতে তাঁরা ব্যবস্থা নিন। সে লিখেছে, আমার নাম রিজওয়ান শাহিদ লস্কর। ডিয়ার স্যার, আমার যখন মাত্র তিন মাস বয়স, তখনই বাবাকে ১১ দুষ্কৃতী নির্মমভাবে বাবাকে খুন করে। আমি ন্য়য় বিচার চাইছি। আপনারা বিষয়টি দেখুন। ধন্যবাদ।
নিহত ব্যক্তির পরিবারের দাবি, রহস্যজনক খুনের পর চার বছর কেটে গেলেও তদন্তে কোনও অগ্রগতিই হয়নি। অপরাধীরা ধরা পড়েনি। শাহিদুলের মা ১১ জনের বিরুদ্ধে শিলচরের তারাপুর থানায় অভিযোগ দায়ের করলেও তার ভিত্তিতে পুলিশ কিছুই করেনি বলে অভিযোগ।