Latest News

দিল্লি এইমসে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

দ্য ওয়াল ব্যুরো: বিধ্বংসী অগ্নিকাণ্ড নয়াদিল্লি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে। হাসপাতালের ন’তলায় আগুন লেগেছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ২২টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে বলে খবর। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ওই অংশে কোনও রোগী নেই। হতাহতের কোনও খবর মেলেনি বুধবার বেশি রাত পর্যন্ত।

রাত সাড়ে দশটা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গিয়েছে, যে অংশে আগুন লেগেছে সেখানে হাসপাতালের পরীক্ষাগারগুলি রয়েছে। সেদিক থেকে বড় বিপদের হাত থেকে রক্ষা পেল দিল্লি এইমস।

দিল্লি দমকলের প্রাথমিক অনুমান শর্টসার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শীতাতোপ নিয়ন্ত্রক যন্ত্রে শর্ট সার্কিট হয়ে থাকতে পারে বলে অনুমান।

You might also like