Latest News

দিল্লির মদ কাণ্ডে এবার মন্ত্রী মনীশের ঘনিষ্ঠ ব্যবসায়ীকে গ্রেফতার করল ইডি

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির আপ সরকারের মদনীতি (Delhi Liquor Policy Case) সংক্রান্ত কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগে মঙ্গলবার রাতে সিবিআই দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার একজন সহযোগী এবং আম আদমি পার্টির জনসংযোগ বিভাগের প্রধান বিজয় নায়ারকে গ্রেফতার করে। আজ একটু আগে এনফোর্সমেন্ট ডিটেক্টরেট গ্রেফতার করল সমীর মহেন্দ্র নামে এক ব্যবসায়ীকে।
এই মামলায় বিজয় নায়ার, সমীর এবং আবগারী মন্ত্রী মণীশ সিসোদিয়া-সহ ১৫ জনের নাম এফআইআরে আছে।

নায়ার কিছুদিনের জন্য বিদেশে ছিলেন। তিনি বিদেশেই গা ঢাকা দেওয়ার চেষ্টা করছিলেন বলে সিবিআই মনে করছিল। তাঁরে দেশে ফিরে আসতে বলা হয়। দেশে ফেরার পর মঙ্গলবার সিবিআই অফিসে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। মদনীতি (Delhi Liquor Policy Case) প্রণয়নে ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় তাঁকে। আজ সমীরকে গ্রেফতার করে বাড়ি থেকে।

সুপ্রিম কোর্টের বিচারপতি হতে চলেছেন বাংলার দীপঙ্কর দত্ত

প্রসঙ্গত, মদনীতিকে কেলেঙ্কারির অভিযোগ হল, সেটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে মদ বিক্রেতারা বাড়তি সুবিধা পায়। দিল্লির উপ রাজ্যপাল বিকে সাক্সেনার অভিযোগ, এরফলে রাজস্বের ক্ষতি হয়েছে। তিনিই অভিযোগ খতিয়ে দেখতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন।

সিবিআই নায়াররে গ্রেফতারের কথা সরকারিভাবে ঘোষণার পর পরই আপ এক বিবৃতিতে বলেছে, ‘বিজয় নায়ার আপের যোগাযোগ ইনচার্জ। তিনি আগে পাঞ্জাবে এবং এখন গুজরাতে দলের নির্বাচন সংক্রান্ত জনসংযোগের কাজের সঙ্গে যুক্ত। আপের নির্বাচনী প্রস্তুতি ভেস্তে দিতেই এই গ্রেফতার বিজেপির লাগাতার প্রচেষ্টার আর একটি পদক্ষেপ।

সমীরকে গ্রেফতার নিয়ে এখনও তাদের প্রতিক্রিয়া পাওয়া যায় না।
সিবিআইয়ের অভিযোগ অবশ্য গুরুতর। এজেন্সির অভিযোগ, বিজয় নায়ারের মাধ্যমে একটি মদ ফার্মের (Delhi Liquor Policy Case) মালিকের কাছ থেকে ঘুষ সংগ্রহ করা হয়েছিল, যিনি মুম্বই ভিত্তিক বিনোদন এবং ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ওনলি মাচ লাউডারের প্রাক্তন সিইও। সমীরও একই উদ্দেশে অপরাধে যুক্ত ছিলেন।

আপ পাল্টা দাবি করেছে, ‘গত কয়েকদিন ধরে নায়ারকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হচ্ছিল। তাঁকে চাপ দেওয়া হচ্ছিল যাতে তিনি মদকাণ্ডে মনীশ সিসোদিয়ার নাম বলেন। তিনি তা করতে অস্বীকার করায় গ্রেফতার করার হুমকি দিচ্ছিল। গত এক মাসে তাঁর বাড়িতে দুবার অভিযান চালানো হয়েছিল কিন্তু কিছুই পাওয়া যায়নি। প্রসঙ্গত, মদনীতি সংক্রান্ত মূল মামলাটি সিবিআইয়ের।

You might also like