Latest News

বম্বে হাইকোর্টের রায় চ্যালেঞ্জ, সিবিআই তদন্তের নির্দেশ বাতিল চেয়ে সুপ্রিম কোর্টে দেশমুখ, মহারাষ্ট্র সরকার

দ্য ওয়াল ব্যুরো: অনিল দেশমুখের বিরুদ্ধে সিবিআই তদন্তে সম্মতি দিয়ে বম্বে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল মহারাষ্ট্র সরকার।  রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন দেশমুখ। গতকালই দেশমুখের বিরুদ্ধে প্রাক্তন মুম্বই পুলিশ  কমিশনার পরমবীর সিংয়ের তোলা দু্র্নীতির অভিযোগ খতিয়ে দেখতে প্রাথমিক সিবিআই তদন্তের নির্দেশ দেয় বম্বে হাইকোর্ট। ১৫ দিনে তদন্ত শেষ করতে বলে হাইকোর্ট।  তারপর সিবিআই পরবর্তী পদক্ষেপ স্থির  করবে।

রাজ্যের নয়া স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ ওয়ালসে পাতিল রাজ্য সরকারের শীর্ষ আদালতে যাওয়ার সিদ্ধান্তের কথা জানান। পাশাপাশি দেশমুখ  নিজেও আবেদন করেছেন সুপ্রিম কোর্টে।

গতকালের হাইকোর্টের নির্দেশের পরই স্বরাষ্ট্রমন্ত্রীর পদ ছাড়েন দেশমুখ। রাজ্যপাল ভগত্ সিং  কোশিয়ারি মন্ত্রকের দায়িত্ব দেন ক্যাবিনেট মন্ত্রী ও এনসিপি নেতা দিলীপ ওয়ালসে পাতিলকে।  তিনি আজ জানান, তদন্তে সিবিআইকে যাবতীয় সহায়তা দেবে রাজ্য সরকার। পাশাপাশি বলেন, রাজ্য সরকার সুপ্রিম কোর্টে হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে আবেদন করবে।

গত ২৫ মার্চ দেশমুখের বিরুদ্ধে সিবিআই  তদন্তের দাবিতে ফৌজদারি জনস্বার্থ পিটিশন পেশ করেন পরমবীর। দেশমুখ সাসপেন্ড হওয়া পুলিশকর্তা সচিন ভাজে সহ পুলিশ অফিসারদের মুম্বইয়ের বার, রেস্তোরাঁ থেকে ১০০ কোটি টাকা তোলা আদায়ের নির্দেশ দিয়েছিলেন বলে অভিযোগ তুলেছেন পরমবীর। দেশমুখ অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। প্রসঙ্গত, ওয়াজেকে মুম্বইয়ে শিল্পপতি মুকেশ অম্বানির বাসভবনের বাইরে বিস্ফোরক-ভর্তি এসইউভির হদিশ মেলার তদন্তের ব্যাপারে গ্রেফতার করে এনআইএ। পুলিসে বদলি, পোস্টিং দেওয়ার ক্ষেত্রেও দেশমুখ কলকাঠি নাড়তেন বলে অভিযোগ তোলেন পরমবীর।

এদিকে দেশমুখের বিরুদ্ধে হাইকোর্টের নির্দেশানুসারে তদন্তের প্রক্রিয়া শুরু করতে সিবিআইয়ের একটি টিমের আজই মুম্বই পৌঁছনোর কথা।

সুপ্রিম কোর্টে দেশমুখ আজ সওয়াল করেন, হাইকোর্ট তাঁকে নিজের বক্তব্য ব্যাখ্যা করার সুযোগ না দিয়ে এমন তদন্তের নির্দেশ দিতে পারে না। তিনি আরও বলেন, সিবিআই নিজেই একজন অন্তর্বর্তী ডিরেক্টরের পরিচালনায় চলছে এবং এই সংক্রান্ত  মামলার শুনানিও চলছে আদালতে।

প্রসঙ্গত, হাইকোর্ট পরমবীরকে প্রশ্ন করেছিল, কেন এতদিনেও তিন দেশমুখের বিরুদ্ধে মামলা করেননি। তা সত্ত্বেও মানুষের মনে আস্থা জাগাতে, নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করতে নিরপেক্ষ সংস্থাকে দিয়ে তদন্ত করানো জরুরি। পাশাপাশি হাইকোর্ট মুম্বইয়ের আইনজীবী জয়শ্রী পাতিলের পেশ করা একটি ফৌজদারি রিট পিটিশনও খতিয়ে দেখে, যাতে সিবিআই তদন্ত চাওয়া হয়। হাইকোর্ট অভিমত জানায়,  পরমবীর সিংয়ের তোলা অভিযোগের ফলে অস্বাভাবিক, অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হয়েছে, যার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত।

 

 

You might also like