
লালু-রাবড়ি ব্র্যান্ডের ধূপকাঠির ব্যবসায় তেজপ্রতাপ, তৈরি হয় বাসি ফুল, নারকেলে
বাসি হয়ে যাওয়া ফুল দিয়ে তৈরি হচ্ছে এই ধূপকাঠি। তাতে নেই কোনও রাসায়নিকও। এই উদ্যোগের প্রশংসা হচ্ছে। দানাপুরে লালুর গোশালার জনৈক কর্মী পরিচয় গোপন রাখার শর্তে বলেছেন, আমরা বিভিন্ন মন্দির ঘুরে বাসি, পরিত্যক্ত ফুল সংগ্রহ করে আনছি, সেগুলি রিসাইকল করে ধূপকাঠি তৈরি হচ্ছে। এর পাশাপাশি ব্যবহার করা হচ্ছে নারকেল। আমরা কোনও রাসায়নিক ব্যবহার করি না। এখানকার মালিক (তেজপ্রতাপ) প্রায়ই গোশালায় এসে উত্পাদন প্রক্রিয়া ঘুরে দেখেন। এখানে সিসিটিভি নজরদারি আছে। নিজের মোবাইল ফোনেও কড়া নজরদারি চালান তিনি। সারা দেশে খুচরো কারবারী ও স্টকিস্টদের ধূপকাঠি সরবরাহ করা হয় বলেও জানান ওই কর্মী।