Latest News

ফেসবুক-হোয়াটসঅ্যাপের পরে এবার জিও-বিভ্রাট, নেট ডাউন, কল যাচ্ছে না বহু গ্রাহকের

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বজুড়েই ধসে গিয়েছিল ফেসবুক-হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রামের নেটওয়ার্ক। ডিএনএস বিভ্রাটে বড়সড় বিপর্যয় এড়ানো গেছে। কিন্তু এখন প্রবল সমস্যার মুখে রিলায়্যান্স জিও (#jiodown)। বুধবার সকাল থেকেই জিও-র নেটওয়ার্ট বসে গেছে। ইন্টারনেট অ্যাকসেস পাচ্ছেন না হাজার হাজার গ্রাহক। এমনকি ফোন কলও করতে পারছেন না অনেকে।

Image

টুইটারে ইতিমধ্যেই ট্রেন্ডিং হয়ে গেছে #JioDown। ফেসবুক বিভ্রাটের পরে জিও বসে যাওয়ায় সমস্যায় পড়েছেন অনেক গ্রাহক। সোশ্যাল মিডিয়ায় স্ক্রিনশট দিয়ে অনেকে দেখিয়েছেন জিও-র কোনও নেটওয়ার্ক নেই। বিস্তর অভিযোগও জমা পড়ছে।

জিও-র নেটওয়ার্কে কী সমস্যা হয়েছে তা অবশ্য এখনও জানায়নি এই টেলিকম সংস্থা।

প্রযুক্তির পরিসরে ভারতে গোটা বাজারই প্রায় দখল করে রেখেছে মুকেশ আম্বানির সংস্থা রিল্যায়ান্স ইন্ডিয়া লিমিটেড। দেশবাসীর হাতে বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা আগেই তুলে দিয়েছে রিল্যায়ান্স জিও, দেশের ডেটা পরিষেবার খোলনলচেও বদলে দিয়েছে মুকেশ আম্বানির সংস্থা। নিত্য নতুন প্ল্যান আর অফারে নতুন নতুন গ্রাহক টেনেছে জিও। কয়েক কোটি গ্রাহক রয়েছে জিও-র। ৪জি পরিষেবার পরে এবার ৫জি আসতে চলেছে। দেশের টেলিকম পরিষেবায় বড়সড় বদল আনার পরিকল্পনাও আছে মুকেশ আম্বানির। দেশ জুড়ে ৫জি পরিষেবা চালু করতে বহুজাতিক প্রযুক্তি সংস্থা কোয়ালকম-এর হাত ধরেছে মুকেশের জিও। ৪জি পরিষেবা চালু করে দেশের টেলিকম ব্যবসার অভিমুখ বদলে দিয়েছিল মুকেশের সংস্থা। ফের সেই দৃশ্য দেখা যেতে পারে ৫জি পরিষেবার ক্ষেত্রেও। এর ফলে ৫ জি পরিষেবা আছে এমন দেশের তালিকায় ভারত যেমন উঠে আসবে, তেমনই আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যেও আরও কয়েকধাপ অগ্রগতি হবে।

পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা সুখপাঠ

You might also like