
দেশে ৩ মাস পর পঞ্চাশ হাজারের নীচে নামল দৈনিক সংক্রমণ, মৃত্যুও কমল অনেকটাই
দ্য ওয়াল ব্যুরো: তিন মাসে রেকর্ড কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ। ৫০ হাজারের নীচে নামল কোভিড গ্রাফ। মাসের পর মাস উৎকন্ঠা আতঙ্কের পর নিঃসন্দেহে এই ছবি স্বস্তির।
মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন মোট ৪২ হাজার ৬৪০ জন। যা অতীতের নিরিখে যথেষ্ট কম।
এদিকে গতকালই আবার দেশে টিকাকরণেও রেকর্ড তৈরি হয়েছে। একদিনে মোট ৮৬ লক্ষ ১৬ হাজার মানুষ ভ্যাকসিন নিয়েছেন। টিকাকরণের হার দেখে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রীও। গতকালই টুইট করে তিনি জানিয়েছেন, করোনা মোকাবিলায় দেশ আরও এক ধাপ এগিয়ে গেল এভাবেই।
এদিনের বুলেটিনে দেখা গেছে, একদিনে দেশে করোনায় মারা গেছেন মোট ১ হাজার ১৬৭ জন। বলা বাহুল্য, যেভাবে দিনে ৩-৪ হাজার মানুষ মারা যাচ্ছিলেন তার পরিপ্রেক্ষিতে এই পরিসংখ্যানও আশার আলো দেখাচ্ছে। এই নিয়ে দেশে মোট কোভিড মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়াল ৩ লক্ষ ৮৯ হাজার ৩০২। এছাড়া দেশে এই মুহূর্তে করোনা সক্রিয় রোগীর সংখ্যা রয়েছে ৬ লক্ষ ৬২ হাজার। সক্রিয়তার হার নেমে হয়েছে ২.৫৬ শতাংশ।
সংক্রমণের নিরিখে এখনও শীর্ষেই রয়েছে মহারাষ্ট্র। এ রাজ্যে এদিনও নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬ হাজার ২৭০ জন। এছাড়া সেখান ২১ জনের শরীরে ধরা পড়েছে কোভিডের ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টও।
সংক্রমণের নিরিখে মহারাষ্ট্রের পরেই রয়েছে কেরল, কর্ণাটক তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ।