
জানেন কি প্রধানমন্ত্রী কত টাকা, জমি-বাড়ির মালিক, ১ বছরে মোদীর আয় বেড়েছে কত
দ্য ওয়াল ব্যুরো: নরেন্দ্র মোদী (Narendra Modi) কত টাকার মালিক? ব্যাঙ্কে, পোস্ট অফিসে, অন্যত্র কী পরিমাণ অর্থ সঞ্চয় করেছেন তিনি? কত জমিজমা, কটা ঘরবাড়ি, ফ্ল্যাটের মালিক তিনি? দিল্লিতে তাঁর কী কোনও বাড়ি আছে?
অনেক দেশের মতো ভারতের প্রধানমন্ত্রীকেও প্রতি বছর নিজের সম্পদের পরিমাণ ঘোষণা করতে হয়। অন্য মন্ত্রীদেরও তাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পদের পরিমাণ সম্প্রতি তাঁর অফিস ঘোষণা করেছে। প্রধানন্ত্রী দফতরের ওয়েবসাইটে গেলেই এই তথ্য মিলবে (PM’s Property)। বেশ কয়েকজন মন্ত্রীও সম্পত্তির হিসাব পেশ করেছেন।
সেই সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মোট সম্পদের পরিমাণ এখন ২ কোটি ২৩ লাখ ৮২ হাজার ৫০৪ টাকা। এই হিসাব এ বছরের ৩১ মার্চ পর্যন্ত।
২০২০-‘২১ আর্থিক বছরের তুলনায় ২০২১-’২২, এই এক বছরে তাঁর আয় বেড়েছে, ২৬ লাখ ১৩ হাজার টাকা। আগের আর্থিক বছরে প্রধানমন্ত্রীর মোট সম্পদের পরিমাণ ছিল এক কোটি ৯৭ লাখ ৬৮ হাজার ৮৮৫ টাকা।
কীভাবে এই আয় বৃদ্ধি হল? সূত্রের খবর, প্রধানমন্ত্রী হিসাবে প্রাপ্য ভাতার টাকা তো আছেই, মূল আয় সঞ্চয়ের সুদ। প্রধানমন্ত্রী ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট ছাড়াও পোস্ট অফিসের জাতীয় সঞ্চয় প্রকল্পেও টাকা জমিয়েছেন। আছে এলআইসির পলিসি।
প্রধানমন্ত্রীর ঘর-বাড়ি কী আছে? আগের বছর পর্যন্ত পেশ করা হিসাবে প্রধানমন্ত্রী গান্ধীনগরের একটি বাসস্থানের উল্লেখ করে জানাতেন, সেটির এক তৃতীয়াংশের মালিকানা তাঁর। এবার প্রধানমন্ত্রী সেই সম্পদের উল্লেখ করেননি। জানা যাচ্ছে, গান্ধীনগরের বাড়ির অধিকার ছেড়ে দিয়েছেন তিনি। অর্থাৎ তাঁর কোনও স্থাবর সম্পত্তি নেই। তাঁর সংগ্রহে চারটি সোনার আংটি আছে। সেগুলির ওজন সামান্যই। তাঁর নিজের কোনও গাড়ি নেই।
দিল্লিতেও প্রধানমন্ত্রীর নিজের কোনও বাড়ি, ফ্ল্যাট নেই। প্রসঙ্গত, প্রাক্তন প্রধানমন্ত্রীরা আজীবন সরকারি বাংলোয় থাকার সুযোগ পান। মোদী যেদিন প্রধানমন্ত্রী থাকবেন না সেদিন দিল্লি বা দেশের যেখানেই বাস করুন না কেন, সরকারি বাড়ি বরাদ্দ করা হবে।
বিহারে বিজেপি-জেডিইউ সরকার পতনের মুখে? রাজ্যপালের সঙ্গে দেখা করার সময় চাইলেন নীতীশ