
দ্য ওয়াল ব্যুরো: গাড়ির জগতের দাদামশাই এরা। পুরনো ওয়াইনের মতো ভিন্টেজ গাড়ির মৌতাতই আলাদা। অস্টিন–৭ ট্যুরার, সিলভার গোস্ট, রোলস রয়েস যদি হঠাৎ করে সামনে চলে আসে তাহলে কেমন লাগবে! চেনা রাস্তার মোড়ে আচমকা ভিন্টেজ গাড়ি (autorickshaw) দাঁড়িয়ে থাকতে দেখলে চোখ সেদিকেই টানবে। তেমনই হয়েছে দিল্লির রাস্তায়। শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা নিজের টুইটার অ্যাকাউন্টে এমনই একটা চমকপ্রদ ঘটনা শেয়ার করেছেন।
শিল্পপতি হর্ষ গোয়েঙ্কার নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন একটি ভিডিও। ভাইরাল ভিডিওতে দেখা গেছে, দিল্লির রাস্তায় দাঁড়িয়ে রয়েছে একটি ভিন্টেজ গাড়ি। কিন্তু কাছে গেলে বোঝা যাবে, সেটি আদৌ কোনও গাড়ি নয়। আসলে একটা অটো। অটোর পিছন দিকটা ভিন্টেজ গাড়ির মতো। সামনেটা অটোর মতো দেখতে। পুরো ব্যাপারটার মধ্যেই রাজকীয় ভাব আছে। রাজকীয় ভিন্টেজ অটো।
If Vijay Mallya had to design a low cost 3 wheeler taxi @NaikAvishkar pic.twitter.com/q3pTGEV6xL
— Harsh Goenka (@hvgoenka) February 4, 2023
অটোচালকের অবশ্য বক্তব্য, নিজের অটোতে রাজকীয় মেজাজ আনতেই এমন বন্দোবস্ত করেছেন তিনি। যাত্রীরা একইসঙ্গে অটোতে চাপবেন এবং ভিন্টেজ গাড়ির মজাও নিতে পারবেন। যাত্রীদের আরামে নিয়ে যাওয়ার বিষয়টাও মাথায় ছিল তাঁর।