Latest News

গাড়ির নথি দেখাতে বলায় ট্রাফিক পুলিশকে অপহরণ! গ্রেফতার যুবক

দ্য ওয়াল ব্যুরো: গাড়ির কাগজপত্র (documents) দেখতে চাওয়ায় ডিউটিরত ট্রাফিক  পুলিশকর্মীকে (traffic police) অপহরণ (abduction)! এমনই অভিযোগে গ্রেটার নয়ডায় ২৯ বছরের এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ট্রাফিক পুলিশকর্মী নথিপত্র দেখতে চাইলে ওই যুবক (youth) তাঁকে গাড়ির ভিতরে ঢুকতে বলে সেগুলি পরীক্ষা করে দেখার জন্য। কিন্তু তিনি গাড়িতে ঢুকতেই জোর করে তাঁকে নিয়ে গাড়ি ছুটিয়ে দেয়। প্রায় ১০ কিমি দূরে তাঁকে নিয়ে গিয়ে পুলিশ পোস্টের কাছে  নামিয়ে দেয়।

জনৈক পুলিশের মুখপাত্র বলেছেন, অভিযুক্ত সচিন রাওয়াল বছর ২ আগে গুরগাঁওয়ের এক শোরুম থেকে মারুতি সুইফ্ট ডিজায়ার গাড়িটি টেস্ট ড্রাইভ করার অছিলায় নিয়ে বেরিয়ে  চম্পট দেয়। গ্রেটার নয়ডার ঘোড়ি  বাছেদা গ্রামের বাসিন্দা রাওয়াল গাড়িতে একটি জাল নম্বর প্লেট লাগিয়েছিল। ঘটনাচক্রে তারই গ্রামের এক বাসিন্দার গাড়িরও সেই একই নম্বর। রবিবার সকালে ট্রাফিক পুলিশ সুরজপুরে গাড়ি চেকিং অভিযান শুরু  করে।  চুরি করা গাড়ি চালাচ্ছে, এমন খবর থাকায় রাওয়ালের গাড়ির পিছু নেওয়া হয়। ট্রাফিক কনস্টেবল বীরেন্দ্র সিং গাড়ির কাগজপত্র দেখাতে বললে রাওয়াল তাঁকে গাড়ির ভিতরে ঢুকতে বলে, জানায়, তার মোবাইল ফোনে সব নথির  সফট কপি  আছে, সেগুলি দেখাবে। কিন্তু বীরেন্দ্র গাড়ির ভিতরে বসতেই লক করে দিয়ে চালাতে শুরু করে রাওয়াল। পরে তাঁকে আজিয়াবপুর  পুলিশ চৌকির কাছে নামিয়ে গাড়ি নিয়ে হুশ করে বেরিয়ে যায়।

সোমবার সুরজপুর থানায় ভারতীয় দণ্ডবিধির ৩৬৪ (অপহরণ), ৩৫৩ ( সরকারি কর্মীকে দায়িত্ব পালন থেকে বাধা দিতে হামলা বা বলপ্রয়োগ করা), ৩৬৮ (অন্যায় ভাবে অপহরণ করে আটকে রাখা) ধারায় এফআইআর দায়ের করা হয়।  সেদিনই পরে ধরা পড়ে রাওয়াল। চুরি করা গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে।

 

You might also like