Latest News

দীপাবলির আগে বেশ কমল সোনার দাম, কতটা? পড়ুন, পতন রুপোতেও

দ্য ওয়াল ব্যুরো: দীপাবলির (diwali) প্রাক্কালেই বিরাট সুখবর। সোনার (gold) দাম (price) বুধবার কমল অনেকটাই। গত কয়েক সপ্তাহ ধরেই ধনী-মধ্যবিত্ত নির্বিশেষে সবার প্রিয় এই হলুদ ধাতুর দাম ৪৭ হাজারের আশপাশে ঘোরাফেরা করছে। আজ সকালে মাল্টি-কমোডিটি এক্সচেঞ্জে (multi commodity exchange)তার দাম প্রতি ১০ গ্রামে ০.২৩ শতাংশ কমে হল ৪৭,৫১৪ টাকা। ৮৬০০ টাকা কমেছে। রুপোর (silver) দাম ০.০৩ শতাংশ কমে  হয়েছে ৬৩,২০৭ টাকা।

আন্তর্জাতিক বাজারেও সোনার দাম নিম্নগামী বুধবার। বাজার বিশেষজ্ঞরা তাকিয়ে আছেন আজ মার্কিন ফেডেরাল রিজার্ভের পলিসি বৈঠকে কী হয়,  সেদিকে। রয়টার্স জানাচ্ছে, স্পট গোল্ডের  দাম০.২ শতাংশ কমে প্রতি  আউন্স হয়েছে ১৭৮৪.০৪ মার্কিন ডলার। মার্কিন গোল্ড ফিউচার্সের দাম ০.২ শতাংশ কমে হয়েছে ১৭৮৫.৩০ মার্কিন ডলার।

ভারতীয়রা সাধারণতঃ সোনা, রুপো কেনেন দীপাবলির খুশিতে। সোনায় বিনিয়োগে জোর দেওয়ার পরামর্শ দিচ্ছেন বাজার বিশেষজ্ঞদের কেউ কেউ। তাঁরা বলছেন, মুদ্রাস্ফীতি  ও অন্য আর্থিক অনিশ্চয়তার মুখে বিনিয়োগকারীরা সোনা কিনে রাখাকে ভাল উপায় হিসাবে ভাবতে পারেন। যখন সোনার দাম ৪৮ হাজারের নীচে রয়েছে, তখন তাঁদের ৪৭৫০০ থেকে ৪৮ হাজারের মধ্যে সোনা  কিনে রাখা উচিত। সেইসঙ্গে অবশ্য আশঙ্কার কথাও  শুনিয়ে রাখছেন তাঁরা। হলুদ ধাতুর দাম চলতি বছরের শেষ নাগাদ ৫২ হাজার ছুঁতে পারে। বলছেন, সুদের হার একবার চড়তে শুরু করলেই ডলারের দিকে ঝোঁক বাড়বে। তাই সোনার দাম তখন ৫০ থেকে ৫২ হাজারের মধ্যে ওঠানামা  করতে পারে।

গত বছর ধনতেরসের সময়ের তুলনায় সোনার দাম প্রায় ৬ শতাংশ সস্তা। ফলে সোনা কেনার প্রবণতা বেড়েছে। বাণিজ্যমন্ত্রকের পরিসংখ্যান, এপ্রিল-সেপ্টেম্বরে সোনা আমদানি বেড়েছে প্রায় ২৪  বিলিয়ন ডলার। গত বছর একই সময়ে তা ছিল ৬.৮ বিলিয়ন ডলার। অর্থাত্ চারগুণ বেড়েছে। সোনার দোকানে ভিড় বাড়ছে।গত বছরের তুলনায় সোনা বিক্রি বেড়েছে প্রায় ৩০ শতাংশ।

 

You might also like