
গড়চিরোলিতে পুলিশের সি ৬০ কম্যান্ডোদের সঙ্গে এনকাউন্টারে খতম ৫ নকশাল
ডিআইজি পুলিশ (গড়চিরোলী রেঞ্জ) সন্দীপ পাতিল সংবাদ সংস্থাকে বলেছেন, জনা ২৫ নকশাল ও গড়চিরোলি পুলিশের সি৬০ কম্যান্ডাদের এনকাউন্টার হয় যাতে তিন নকশাল পুরুষ ও দুই মহিলা সদস্য নিহত হয়েছে। আমাদের বাহিনী শনিবার অভিযান শুরু করেছিল, সেদিন দুবার গুলিবিনিময় হয় ওদের সঙ্গে। তবে নকশালরা একটি ৩০৩ রাইফেল ম্যাগাজিন, কার্তুজ, তিনটি প্রেসার কুকার বোমা, গোছা গোছা ইলেকট্রিক তার, সোলার প্লেট, বাজি-বোমা ও নিত্য প্রয়োজনীয় নানা সামগ্রী ও ওষুধপত্র ফেলে যায়। নিরাপত্তা জওয়ানদের বিস্ফোরণে উড়িযে দেওয়াই প্রেসার কুকার বোমা আনার উদ্দেশ্য ছিল। ১০টি সি ৬০ বাহিনীতে প্রায় ২৫০ জন জওয়ান ছিলেন। তাঁদের ফিরিয়ে এনে প্রায় ২০০ জওয়ানের আটটি নতুন টিম পাঠানো হয় রবিবার বিকালে। আজকের এনকাউন্টার হয় ওদের সঙ্গে। নকশালরা তিপাগড় দলমের সদস্য বলে জানান পাতিল। নকশাল সপ্তাহ পালনের অঙ্গ হিসাবে নকশালদের জড়ো হওয়ার খবর পেয়েই অভিযানে গিয়েছিল সি-৬০ কম্যান্ডো বাহিনী। প্রায় ৬০-৭০ নকশালের একটি দল কম্যান্ডোদের লক্ষ্য় করে গুলি ছুঁড়তে শুরু করলে তারাও পাল্টা জবাব দেয়।