
দ্য ওয়াল ব্যুরো: প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের (Manmohan Singh) রাজ্যসভার আসন বদলে দিলেন চেয়াম্যান তথা উপ রাষ্ট্রপতি জগদীপ ধনকড়।
প্রাক্তন প্রধানমন্ত্রী (Manmohan Singh) এতদিন বসতেন প্রথম সারিতে। চলতি অধিবেশন থেকে বসবেন একেবারে পিছনের সারিতে।
এই সূত্রে কংগ্রেসের দুই প্রবীণ সাংসদ পি চিদম্বরম ও দিগ্বিজয় সিংয়ের মধ্যে একজন সামনের সারিতে বসবেন।
প্রথম সারিতে বসেন আর এক প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়া, রাজ্যসভায় কংগ্রেসের দলনেতা মল্লিকার্জুন খাড়্গে এবং রাজ্যসভার উপ চেয়ারম্যান হরিবংশ।
কংগ্রেস সূত্রে জানানো হয়েছে, মনমোহনের শারীরিক সমস্যার কথা বিবেচনায় রেখে দলের তরফে রাজ্যসভার চেয়ারম্যানের কাছে অনুরোধ করা হয়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রীর আসন বদলে দিতে।
মনমোহনের বয়স এখন ৯০। চলাফেরায় তিনি হুইল চেয়ার নির্ভর। রাজ্যসভায় আসেন হুইল চেয়ারে চেপে। তাঁর শরীরও ভাল যাচ্ছে না। প্রথম সারিতে বসায় অধিবেশনের হইহট্টগোলে তাঁর সমস্যা হয়।
কংগ্রেস জানিয়েছে, রাজ্যসভার চেয়ারম্যান তাদের আর্জি মেনে প্রাক্তন প্রধানমন্ত্রীর আসন বদলে দিয়েছেন। তবে তিনি কোনও দিন বক্তব্য পেশ করতে চাইলে তাঁকে হুইল চেয়ারেই সামনের দিকে নিয়ে আসা হবে।
বিবিসির তথ্যচিত্র বিভাজন তৈরি করছে, দেশেও নিষিদ্ধ করা হোক, সুপ্রিম কোর্টে আর্জি জানিয়ে মামলা