
দ্য ওয়াল ব্যুরো: জেলে জামিনের জন্য অপেক্ষা করছিলেন তিনি। কিন্তু অপেক্ষা আর ফুরলো না। তার আগে ফুরিয়ে গেল জীবনটাই। ৮৪ বছর বয়সে মারা গেলেন এলগার পরিষদ-মাওবাদী যোগসাজশ মামলায় অভিযুক্ত জেস্যুইট যাজক তথা সমাজকর্মী স্ট্যান স্বামী। তাঁর এই মৃত্যুর খবর শুনে গর্জে উঠেছে সোশ্যাল মিডিয়ার একাংশ।
ইনস্টাগ্রাম, টুইটারে প্রচুর মানুষ ক্ষোভ উগরে দিয়েছেন। দাবি, মিথ্যা মামলায় অযথা বয়স্ক মানুষটাকে আটকে রাখা হয়েছিল। একাধিক বার তিনি জেলে দুর্ব্যবহার, চিকিৎসা না পাওয়ার অভিযোগ তুলেছিলেন।কিন্তু তাঁর কথায় কানই দেওয়া হয়নি। মুক্তি পাওয়ার আগেই বিদায় নিলেন স্ট্যান স্বামী।
Deeply saddened by the passing of Fr. Stan Swamy. Unjustifiable that a man who fought all through his life for our society's most downtrodden, had to die in custody. Such travesty of justice should have no place in our democracy. Heartfelt condolences!
— Pinarayi Vijayan (@vijayanpinarayi) July 5, 2021
শুধু দেশের মানুষ নন, স্ট্যান স্বামীর মৃত্যুতে প্রতিবাদ ভেসে এসেছে বিদেশ থেকেও। ইউরোপীয়ন ইউনিয়নের মানবাধিকার সংক্রান্ত বিশেষ প্রতিনিধি এয়ামন গিলমোর বলেছেন, ভারতে স্ট্যান স্বামীর মৃত্যুর খবর শুনে আমি খুবই দুঃখিত। মানুষের অধিকার রক্ষার জন্য লড়াই করেছেন তিনি। ৯ মাস ধরে তাঁকে বন্দি করে রাখা হয়েছিল। এ বিষয়ে কর্তৃপক্ষের নজর আকর্ষণ করার জন্য বহুবার চেষ্টা করেছে ইউরোপীয় ইউনিয়ন।
India: I am very saddened to hear that Fr #StanSwamy has passed away. A defender of indigenous peoples’ rights. He was held in detention for the past 9 months. The EU had been raising his case repeatedly with authorities. https://t.co/DNpNa1r8cq
— Eamon Gilmore (@EamonGilmore) July 5, 2021
রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার সুরক্ষার বিশেষ আধিকারিক মেরি ললর বলেছেন, আজ ভারত থেকে যে খবর এসেছে তা সাংঘাতিক। জেলেই মারা গেছেন ফাদার স্ট্যান স্বামী। মিথ্যা সন্ত্রাসের অভিযোগে আটকে রাখা হয়েছিল তাঁকে। এই অপরাধের ক্ষমা নেই।
On 3 Nov 2020, the Working Group on Arbitrary Detention, @fernanddev & I sent a letter to the Indian Government on the arbitrary detention of #humanrightsdefender Fr. Stan Swamy. This letter is now public. Our concerns in full: https://t.co/hHNzSiOcB6@EU_in_India @EamonGilmore pic.twitter.com/v3jL8836K2
— Mary Lawlor UN Special Rapporteur HRDs (@MaryLawlorhrds) January 11, 2021
স্ট্যান স্বামী ও অন্যান্যদের গ্রেফতারি নিয়ে গত জানুয়ারিতেই উদ্বেগ প্রকাশ করেছিল রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশন। তবে কারও নাম তখন নেওয়া হয়নি।
Sad to learn of Fr #StanSwamy's passing. A humanitarian & man of God whom our government could not treat with humanity. Deeply saddened as an Indian. RIP. https://t.co/aOB6T0iHU9
— Shashi Tharoor (@ShashiTharoor) July 5, 2021
স্ট্যান স্বামীর মৃত্যুর পর সরব হয়েছেন দেশের রাজনৈতিক নেতারাও। রাহুল গান্ধী থেকে শুরু করে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন শোক প্রকাশ করেছেন। শোকতপ্ত প্রিয়ঙ্কা গান্ধী, শশী তারুররাও। আরও একবার সুর চড়িয়েছেন এই গ্রেফতারি নিয়ে।
Heartfelt condolences on the passing of Father Stan Swamy.
He deserved justice and humaneness.
— Rahul Gandhi (@RahulGandhi) July 5, 2021
রাঁচি থেকে গত বছর ৮ অক্টোবর স্বামীকে গ্রেফতার করা হয় মাওবাদী যোগসাজশের অভিযোগে। তালোজা সেন্ট্রাল জেলে রাখা হয়েছিল তাঁকে। হাইকোর্টের নির্দেশেই তাঁকে গত ৩০ মে হোলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়। ছিলেন আইসিইউতে। শ্বাসকষ্ট শুরু হয় গতকাল। শরীরে অক্সিজেনের মাত্রাও ওঠানামা করতে থাকে বলে জানিয়েছেন স্বামীর আইনজীবী মিহির দেশাই। গতকাল মাঝরাতে তাঁর শারীরিক অবস্থা আরও খারাপ হতে থাকে। দীর্ঘমেয়াদি কোভিড পরবর্তী জটিলতার ফলে এটা হতে পারে বলে দেশাইয়ের অভিমত। স্বামীকে নিয়ে হাসপাতালের মেডিকেল ডিরেক্টরের রিপোর্ট খতিয়ে দেখে আগের কয়েকটি শুনানিতে আদালত বড় ধরনের মেডিকেল সংক্রান্ত সমস্যা রয়েছে বলে উল্লেখ করেছিল।
Shocked to learn about the demise of Father Stan Swamy. He dedicated his life working for tribal rights. I had strongly opposed his arrest & incarceration. The Union Govt should be answerable for absolute apathy & non provision of timely medical services, leading to his death.
— Hemant Soren (@HemantSorenJMM) July 5, 2021