
১১টা বাচ্চার জন্য দেশে ফিরতে চান, কিন্তু আফগান নাগরিককে ভারত ছাড়ার অনুমতি নয় কোর্টের
হাইকোর্টে রুহুল্লা জানান, ১১টি বাচ্চার দেখাশোনা করতে হবে তাঁকে, প্রথম স্ত্রীকে মেরে ফেলেছে তালিবান। তাই তাঁকে আফগানিস্তান ফেরার অনুমতি দেওয়া হোক। রুহুল্লার আইনজীবী হাইকোর্টে আবেদন করেন, মোট জরিমানার ২০ শতাংশ আদায় করে রুহুল্লাকে দেশে ফিরে যেতে দেওয়া হোক। পাশাপাশি তিনি সওয়াল করেন, যেহেতু রুহুল্লা তাঁর বাজেয়াপ্ত সামগ্রী ফেরত চান না, তাই রিডেম্পশন ফাইন দেওয়ার দরকার নেই, শুধু জরিমানার টাকাই নেওয়া হোক।
কিন্তু হাইকোর্টের অভিমত, আফগানিস্তানের চলতি পরিস্থিতিতে একবার দেশে চলে গেলে রুহুল্লার ভারতে ফেরার সম্ভাবনা খুবই ক্ষীণ। আফগান নাগরিকের পাসপোর্ট রিলিজ ও তাঁকে ১৩ লাখ টাকা জরিমানা না দিয়েই ভারত ছাড়ার অনুমতি দিতে রাজি হয়নি হাইকোর্ট। আদালত জানায়, অতিরিক্ত শুল্ক কমিশনারের আদেশই চূড়ান্ত কেননা তার বিরুদ্ধে আবেদন পেশ হয়নি। হাইকোর্ট আরও জানায়, রুহুল্লা আফগান নাগরিক, ভারতে তাঁর কোনও সম্পত্তি নেই। সুতরাং কাস্টমস আইনে কোনও অর্থই উদ্ধার হওয়ার সম্ভাবনা নেই। বিচারপতি মুক্তা গুপ্তা নিম্ন আদালতের রায় বহাল রাখেন।