
তেলঙ্গনার ৩২ আমলা এবার কিয়া কার্নিভাল চড়বেন, ‘জনগণের টাকায় ফুর্তি’ অভিযোগ বিরোধীদের
রাজ্যের আমলাদের তুষ্ট করতে মুখ্যমন্ত্রী এভাবে ‘ফৌজদারি অর্থ অপচয়’ করছেন বলে অভিযোগ বিজেপির। উনি একটা ভয়াবহ অতিমারীর মধ্যে, যখন অনেক গরিব মানুষ কোভিড ১৯ এ আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিত্সার জন্য দেনা করে মারা যাচ্ছেন, তখন উনি জনসাধারণের টাকার অপচয় করছেন। এটা ভয়াবহ, অভাবনীয় ব্যাপার। মুখ্যমন্ত্রী ৩২টা অতি বিলাসবহুল গাড়ি কেনার জন্য ১১ কোটির টাকা বেশি খরচের কী যুক্তি দেবেন, বলেছেন বিজেপি মুখপাত্র কৃষ্ণ সাগর রাও। মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত বাতিল করুন, দাবি করেছে তারা।
কংগ্রেসের ডি শ্রাবণ কুমার তেলঙ্গানা সরকারের পদক্ষেপকে ‘ঔদ্ধত্য’ বলেছেন। তাঁর দাবি, এমনিতেই উদ্বৃত্ত তহবিল থাকা তেলঙ্গানাকে ৪০ হাজার কোটি টাকার দেনায় ডুবিয়ে দিয়েছেন কেসিআর। ওদের হাতে ভাল কন্ডিশনে থাকা সরকারি গাড়ি তো ছিল! টিআরএস সরকার হাসপাতালে বেড সংখ্যা না বাড়িয়ে বা গণপরিবহণ চাঙ্গা করতে বাস না কিনে আমলাদের জন্য গাড়ির পিছনে জনগণের টাকা ওড়াচ্ছে!
কোভিড লকডাউনের ফলে তেলঙ্গানার প্রায় ৪৫০০ কোটি টাকার মতো রাজস্ব লোকসান হয়েছে বলে সম্প্রতি জানান রাজ্যের অর্থমন্ত্রী হরিশ রাও। আরও বেশি ঋণ নিতে ফিসক্যাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট ঊর্ধ্বসীমা ৪ থেকে ৫ শতাংশ বৃদ্ধির কথা বলেন তিনি।
কেসিআর অবশ্য নতুন গাড়ি কেনার সিদ্ধান্তের সমর্থনে বলেন, সরকারি কাজে গোটা রাজ্যে জেলায় জেলায় ঘুরতে আমলাদের এমন গাড়িই চাই। ২০১৫ সালে আমলাদের টয়োটা গাড়ি দেওয়া হয়েছিল। তখন তেলঙ্গানায় মাত্র দশটা জেলা ছিল।