
২-৩ মাসের ব্যবধানে দুটি ডোজে কোভিশিল্ডের কার্যকারিতা বাড়ে ৯০ শতাংশ পর্যন্ত, বললেন পুনাওয়ালা
প্রসঙ্গত, ভারত সরকারও সম্প্রতি কোভিশিল্ডের দুটি ডোজের মধ্যে ব্যবধান বাড়িয়ে আট সপ্তাহ পর্যন্ত করেছে। বিশ্বের অন্যান্য দেশে চালানো ট্রায়াল থেকে পাওয়া তথ্যে দেখা যায়, প্রথমটির ৬ সপ্তাহের বেশি সময়ের পর দ্বিতীয় ডোজ প্রয়োগ করা হলে ভ্যাকসিনের কার্যক্ষমতা বাড়ে। এই তথ্যের ভিত্তিতেই ভ্যাকসিন পরিচালনা সংক্রান্ত ন্যাশনাল এক্সপার্ট গ্রুপ সুপারিশ করে, কোভিশিল্ডের প্রথম ও দ্বিতীয় শটের ব্যবধান বাড়়িয়ে ৮ সপ্তাহ হোক। এই প্রেক্ষাপটেই প্রায় একই মতামত দিলেন পুনাওয়ালা।
তিনি আরও বলেন, ৫০ এর কম বয়সিদের কোভিড-১৯ থেকে উল্লেখযোগ্য সুরক্ষা দেয় কোভিশিল্ডের একটি ডোজই। পুনাওয়ালাকে উদ্ধৃত করে সংবাদমাধ্যম জানিয়েছে, জনসংখ্যার ৭০ শতাংশ একটি ডোজেই পুরোপুরি সুরক্ষিত থাকেন। কিন্তু দীর্ঘমেয়াদি সুরক্ষার জন্য দ্বিতীয় ডোজের প্রয়োজন।
পাশাপাশি কোভিড ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়ার পরও মুখ মাস্কে ঢেকে রাখা, সামাজিক দূরত্ববিধি মেনে চলা জরুরি বলে জানান পুনাওয়ালা।