Latest News

ছুটিতে বাড়ি এসে আর ফেরা হল না! ছিনতাই আটকাতে গিয়ে গুলিতে মৃত সেনা জওয়ান

দ্য ওয়াল ব্যুরো: ছুটি (Leave) কাটাতে ‘দেশে’ ফিরেছিলেন সেনাবাহিনীতে কর্মরত যুবক (Army Jawan)। কিন্তু সেখানে এসেই ছিনতাই আটকাতে গিয়ে ডাকাতদের গুলিতে প্রাণ দিতে হল (Shot dead) তাঁকে!

নিহত জওয়ানের নাম বাবলু কুমার। অরুণাচল প্রদেশে পোস্টিং ছিল তাঁর। জানা গেছে, ছুটি নিয়ে বিহারের (Bihar) পাটনায় বাড়িতে এসেছিলেন তিনি। ছুটি ফুরোতেই আবার অরুণাচল চলে যাচ্ছিলেন তিনি। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার একটি বাইকে চড়ে গুয়াহাটি যাওয়ার জন্য নিউ দিল্লি-গুয়াহাটি রাজধানী এক্সপ্রেস ধরার উদ্দেশে পাটলিপুত্র স্টেশনে যাচ্ছিলেন তিনি।

সেই সময় ওল্ড বাইপাস রোডের কাছে বাইকে করে আসে ৫ জন দুষ্কৃতী। তাঁরা বাবলুর ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তা আটকাতে যেতেই সরাসরি বাবলুর মাথায় গুলি করে তারা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই জওয়ানের। ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে কনকরবাগ থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

প্রেমিকার গলায় সটান গুলি চালাল প্রেমিক, পুরো ঘটনা ধরা পড়ল ক্যামেরায়! দেখুন ভিডিও

You might also like