Latest News

এবার তুষারধস হিমাচলে! বরফে তলিয়ে মৃত্যু ২ জনের, নিখোঁজ আরও এক বিদেশি

দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীরের পর এবার তুষারধস (Avalanche) হিমাচলপ্রদেশে (Himachal Pradesh)। রবিবার দুপুরে লাহুল-স্পিতি জেলার চিকা এলাকায় তুষারধস নামে। তাতেই তলিয়ে মৃত্যু হয়েছে বর্ডার রোডস অর্গানাইজেশন-এর দুই শ্রমিকের। আরও একজনের খোঁজ মিলছে না বলে জানা গেছে।

সূত্রের খবর, রবিবার দুপুর তিনটে নাগাদ আচমকাই তুষারধস নামে চিকার শৃঙ্কুলা পাস এলাকার কাছে। তাতেই তলিয়ে গিয়ে মৃত্যু হয় রাম বুদ্ধ এবং রাকেশ নামে বর্ডার রোডস অর্গানাইজেশনের দুই শ্রমিকের। নেপালের বাসিন্দা পাষাণ ছেরিং লামা নামে আরও এক যুবক ধসে তলিয়ে গিয়েছেন বলে জানা গেছে। তাঁর সন্ধানে রবিবার উদ্ধার অভিযান শুরু হলেও তীব্র ঠান্ডা এবং কম দৃশ্যমানতার কারণে তা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

হিমাচলপ্রদেশের স্টেট এমার্জেন্সি অপারেশন সেন্টারের তরফে জানানো হয়েছে, সোমবার ফের উদ্ধারের কাজ শুরু করা হবে। লাহুল-স্পিতির ডিস্ট্রিক্ট ইমারজেন্সি অপারেশন সেন্টারের তরফে জানানো হয়েছে, কাজ চলার সময় বরফ কাটার মেশিন সমেত তুষারধসে তলিয়ে যান তিনজন শ্রমিক। পরে দুজনের মৃতদেহ উদ্ধার করা হলেও তৃতীয়জনের সন্ধান মেলেনি এখনও। তাঁর খোঁজে সোমবার ফের তল্লাশি চালানো হবে বলে জানানো হয়েছে।

প্রসঙ্গত, দিন তিনেক আগেই কাশ্মীরের গুলমার্গের স্কি-রিসর্টে তুষারধসে তলিয়ে মৃত্যু হয়েছিল পোল্যান্ডের বাসিন্দা দুই পর্যটকের। আরও ১৯ জন বিদেশি পর্যটককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছিল সেই দুর্ঘটনায়।

বাংলাদেশে একাধিক হিন্দু মন্দিরে হামলা! ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল বিগ্রহ, ফেলা হল জলেও

You might also like